লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

১ সপ্তাহে আগে
ট্রেনে কাটা পড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় হাওয়া বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকালে কালনি এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু। 


শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, হাওয়া বেগম ট্রেনে ভিক্ষা বৃত্তি করেন। তার একটি হাতও নেই। তিনি চলন্ত ট্রেনে চড়ে ভিক্ষা করছিলেন। 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে ছেড়ে এসে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা অতিক্রম করছিল। এ সময় হাওয়া বেগম ট্রেন থেকে পড়ে যান। এতে তার দুটি পা কাটা পড়ে। 

লোকজন তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানান, হওয়া বেগমের বাড়ি ফরিদপুর জেলায়।

]]>
সম্পূর্ণ পড়ুন