লা লিগায় দ্রুততম হ্যাটট্রিকে সরলথের ইতিহাস

৩ দিন আগে

লা লিগায় ইতিহাস গড়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার আলেক্সান্ডার সরলথ। লিগের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের নজির গড়েছেন তিনি। প্রথম ৩০ মিনিটে তার একার চার গোলে রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।  সরলথ হ্যাটট্রিক পূরণ করেন ৭, ১০ ও  ১১ মিনিটে। লা লিগায় আগের দ্রুততম হ্যাটট্রিকের নজির ছিল এডমুন্ডো সুয়ারেজ (১৯৪১) ও কার্লেস বেতিসের (১৯২৯)। তারা দুজনেই ১৫ মিনিটে হ্যাটট্রিক... বিস্তারিত

সম্পূর্ণ পড়ুন