২০২৫-২৬ মৌসুমের লা লিগা সূচি অনুযায়ী, ঘোষণা করা হয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দুই মুখোমুখি লড়াইয়ের তারিখ। এবারের প্রথম ক্লাসিকো হবে ২৬ অক্টোবর ২০২৫, রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। আর দ্বিতীয় লড়াই অনুষ্ঠিত হবে ১০ মে ২০২৬, বার্সার ঐতিহ্যবাহী মাঠ ক্যাম্প ন্যুতে।
দুই মৌসুম সংস্কারের জন্য ঘরের মাঠ থেকে দূরে থাকার পর ক্যাম্প ন্যুতে আবার ফিরছে বার্সেলোনা। এই মাঠেই মৌসুমের শেষ ভাগে রোমাঞ্চকর এক এল ক্লাসিকোর সাক্ষী হতে চলেছে ফুটবল ভক্তরা। সংস্কার কার্যক্রম এখনও পুরোপুরি শেষ না হওয়ায় কাতালানরা মৌসুমের শুরুতে প্রথম তিনটি ম্যাচ খেলবে প্রতিপক্ষের মাঠে। তবে মে মাসের এল ক্লাসিকোর সময় পুরোপুরি প্রস্তুত থাকবে ক্যাম্প ন্যু।
আরও পড়ুন: নতুন চ্যালেঞ্জ নিতে উন্মুখ গার্সিয়া, চুক্তির আনুষ্ঠানিকতা সেরে শোনালেন আশার বাণী
আগামী ১৭ আগস্ট লা লিগার নতুন মৌসুম শুরু হবে। প্রথম দিনেই মাঠে নামবে বার্সা ও রিয়াল। বার্সেলোনা খেলবে ম্যালোরকার বিপক্ষে, আর রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ওসাসুনার।
আসন্ন মৌসুমে এল ক্লাসিকোতে নতুন রূপও দেখা যাবে। রিয়ালের ডাগআউটে থাকবেন নতুন কোচ জাবি আলোনসো। যিনি দায়িত্ব নিয়েছেন কার্লো আনচেলত্তির বিদায়ের পর। অন্যদিকে বার্সার দায়িত্বে থাকছেন আগের মতোই হ্যান্সি ফ্লিক, যার অধীনে গত মৌসুমে ঘরোয়া ট্রেবল জিতেছিল কাতালানরা।