লস অ্যাঞ্জেলেসের মেয়র এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং মঙ্গলবার রাত ৮টা থেকে স্থানীয় সময় বুধবার (১১ জুন) সকাল ৬টা পর্যন্ত কারফিউ চলবে।
তিনি বলেন, ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান লুট হয়েছে এবং ‘আমরা চরম এক পর্যায়ে পৌঁছেছি’।
আরও পড়ুন: ন্যাশনাল গার্ড মোতায়েন /ট্রাম্পের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া প্রশাসনের মামলা
মার্কিন বার্তা সংস্থা এপি জানায়, গেল শুক্রবার থেকে যেখানে বিক্ষোভ চলছে, শহরের সেই জায়গার ১ বর্গমাইল (২.৫৯ বর্গকিলোমিটার) অংশে কারফিউ বলবৎ থাকবে। লস অ্যাঞ্জেলেস শহরটি প্রায় ৫০০ বর্গমাইল (২,২৯৫ বর্গকিলোমিটার) জুড়ে বিস্তৃত।
তবে নির্ধারিত এলাকায় বসবাসকারী বাসিন্দা, গৃহহীন ব্যক্তি, শংসাপত্রপ্রাপ্ত মিডিয়া, জননিরাপত্তা ও জরুরি কর্মকর্তাদের ক্ষেত্রে কারফিউ প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল।
আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে মেরিন সেনা মোতায়েন
তিনি বলেন, ‘শনিবার থেকে বেআইনি এবং বিপজ্জনক আচরণ বৃদ্ধি পাচ্ছে। শহরজুড়ে টানা কয়েকদিন ধরে ক্রমবর্ধমান অস্থিরতার পর জীবন এবং সম্পত্তি রক্ষার জন্য কারফিউ একটি প্রয়োজনীয় ব্যবস্থা।’
সূত্র: এপি
]]>