লর্ডসে ইতিহাস গড়লেন স্মিথ

৩ সপ্তাহ আগে
লর্ডসে কোনো রেকর্ড করা মানেই ইতিহাসের পাতায় নাম লেখানো। সেই ঐতিহাসিক মাঠে নতুন ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যাট করতে নেমে এক অনন্য কীর্তির জন্ম দিয়েছেন তিনি। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিফটি হাঁকিয়ে ছুঁয়ে ফেলেছেন লর্ডসে সফরকারী ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড।

এই ইনিংসের মধ্য দিয়ে স্মিথ এখন লর্ডসের ইতিহাসে সফরকারী ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক। এতদিন ৫৭৫ রান নিয়ে তালিকার শীর্ষে ছিলেন ওয়ারেন বার্ডসলি। যিনি ১৯০৯ থেকে ১৯২৬ পর্যন্ত পাঁচ টেস্টে এই রান করেছিলেন। তাকেই ছাড়িয়ে গিয়েছেন স্মিথ। অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়ক এই রেকর্ড ছাড়িয়ে গেছেন মাত্র ছয় টেস্টেই।


লর্ডসে স্মিথের ইনিংসগুলো বরাবরই ছিল নজরকাড়া। ২০১৫ সালের অ্যাশেজে এই মাঠেই করেছিলেন তার ক্যারিয়ার সেরা ২১৫ রানের ইনিংস, যা ছিল তার প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে করেন ৫৮ রান। ২০১৯ সালে অ্যাশেজে খেলেন ৯২ রানের ইনিংস। ২০২৩ সালের অ্যাশেজেও এই মাঠে করেন একটি দুর্দান্ত সেঞ্চুরি। সব মিলিয়ে লর্ডসে তার রান এখন ৫৯১, গড় ৫৯.১০।


আরও পড়ুন: রাবাদা-ইয়ানসেনদের জবাব দিলেন স্টার্ক-কামিন্সরা 


এদিকে ইংল্যান্ডের মাটিতে এটি স্মিথের ২৩তম টেস্ট ম্যাচ। এর মধ্যে ৮টি সেঞ্চুরি ও ১০টি ফিফটিসহ মোট ১৮টি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলে গড়েছেন সফরকারী ব্যাটসম্যানদের মধ্যে আরেকটি রেকর্ড। এতদিন এ তালিকার শীর্ষে ছিলেন অ্যালান বর্ডার ও স্যার ভিভ রিচার্ডস (১৭টি করে)। 

]]>
সম্পূর্ণ পড়ুন