সেরি আ’র ম্যাচে শনিবার ইন্টার বিপক্ষে খেলতে নামে নাপোলি। সে ম্যাচের ৩৩তম মিনিটে পেনাল্টি পায় নাপোলি। সফল স্পটকিক থেকে গোল করার পর চোট পান ডি ব্রুইনা। তার কিছুক্ষণ পরই মাঠ ছাড়েন তিনি। ম্যাচটি ৩-১ গোলে জেতে শিরোপাধারীরা।
আরও পড়ুন: বরখাস্ত হলেন জুভেন্টাসের কোচ তুদোর
৩৪ বছর বয়সী এই বেলজিয়ান মিডফিল্ডারকে হাসপাতালে নেওয়া হয়েছিল। স্ক্যান করলে তার গুরুতর চোট ধরা পড়ে। সোমবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে সে কথায় জানিয়েছে ক্লাবটি।
তবে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে ব্রুইনাকে, সে ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি। ইতালিয়ান সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্তত ৩ থেকে ৪ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ডি ব্রুইনাকে।
আরও পড়ুন: ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোয় ভিনিসিউসের সঙ্গে কথা বলবেন রিয়াল কোচ
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে ১০ বছরের অধ্যায়ের ইতি টেনে গত গ্রীষ্মের দলবদলে ফ্রি ট্রান্সফারে নাপোলিতে যোগ দেন বেলজিয়ামের এই মিডফিল্ডার। ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি, চোখধাঁধানো ফ্রি-কিকে গোলও করেন ব্রুইনা।
সেরি আয় এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন ৪টি। এখন পর্যন্ত নাপোলির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ খেলেছেন ৩টি।
]]>
১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·