লবণের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে টেকনাফে চাষি ও ব্যবসায়ীদের সমাবেশ

৪ দিন আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রান্তিক চাষিদের উৎপাদিত লবণের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন লবণচাষি ও ব্যবসায়ীরা। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে টেকনাফ উপজেলা লবণচাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা লবণচাষি সমিতি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লবণচাষি সমিতি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া)। 

 

এছাড়া আরও বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা লবণচাষি সমিতি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি মো: আবদুল্লাহ, জেলা লবণচাষি সমিতি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের অন্যতম নেতা সোয়াইবুল ইসলাম সবুজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, লবণচাষিদের দাবিগুলো কেনো জানি পূরণ হচ্ছে না। দিনদিন লবণের বাজার নিম্নমুখী। এটার জন্য দায়ী মাফিয়া সিন্ডিকেট লবণমিল মালিকরা। তারা ৪ টাকায় কিনে ৫০ টাকায় বিক্রি করছে। এই সিন্ডিকেট ভাঙ্গা আমাদের পক্ষে সম্ভব নয়। 

 

তারা আরও বলেন, এই সিন্ডিকেট ভাঙ্গার জন্য সরকারই পারে যেকোনো পদক্ষেপ নিতে। কারণ এ রকম কোনো ব্যবসা পৃথিবীতে নেই যেখানে ৪ টাকায় কিনে ৫০ টাকা বিক্রি করা হয়। এতো মুনাফা কোথাও নেই।

 

আরও পড়ুন: কক্সবাজারে গুলিতে লবণচাষি নিহত, দুটি অস্ত্র উদ্ধার

 

দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বলেন, ‘আমরা আন্দোলনে আছি আন্দোলনে থাকব। আমরা গতবার খুটাখালিতে লবণ ফেলেছি। বিভিন্ন উপজেলা পর্যায়ে আমরা কর্মসূচি দিয়েছি যে চাষিদের সাথে মতবিনিময় করব। পরবর্তী পর্যায়ে আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার চাইব। যদি উনাকে বুঝাতে পারি তবে কাজটা দ্রুত হবে, নাহলে আমরা আন্দোলনেই থাকব।’

 

বক্তারা আরও বলেন, বিসিক তথ্য দেয়ার সময় লবণচাষিদের স্বার্থ দেখে না। দেখে কিছু ফড়িয়া ও শিল্পমালিকদের স্বার্থ যারা বহুজাতিক কোম্পানির সাথে জড়িত। আমরা অতীতেও দেখেছি বিসিক কখনও এই লবণচাষিদের সেবাই এগিয়ে আসেনি। তথ্য বিভ্রাট করে ঘাটতি না থাকলেও ঘাটতি দেখিয়ে তারা লবণের ভরা মৌসুমে।কিছু কুচক্রী মহলের সাথে সংঘবদ্ধ হয়ে লবণ আমদানি করার পায়তারা চালায়।

 

এছাড়া সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়নের লবণ চাষি সমিতি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দরা বক্তব্য দেন।
বিসিকের তথ্য মমতে, চলতি মৌসুমে ৬৯ হাজার ১৯৮ একর জমিতে লবণ চাষ করছেন ৪১ হাজার ৩৫৫ চাষি। আর দেশে লবণের চাহিদা ধরা হয়েছে ২৬ লাখ ১০ হাজার মেট্রিক টন। এরই মধ্যে গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) পর্যন্ত ১৮ লাখ মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে।

 

আরও পড়ুন: কাফনের কাপড় পরে মহাসড়ক অবরোধ করে লবণ চাষিদের বিক্ষোভ

]]>
সম্পূর্ণ পড়ুন