তিনি বলেছেন, ‘আগামী নির্বাচন কেমন হবে সেই কথাগুলো আসা দরকার। একটা বিশেষ দলকে নয় বরং আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে সকল দলের প্রতি বিএনপির আহ্বান জানিয়েছেন মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার পরামর্শে আমরা দেশ গড়ার কাজে নিয়োজিত।’
এ্যানি বলেন, ‘গত ১৩ তারিখ লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের যে বৈঠক হয়েছে এ বৈঠক বলে দেয় খালেদা জিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি পরামর্শ ছিল, সালাম পাঠিয়েছেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। বাংলাদেশের জনগণের কথা উল্লেখ ছিল। এটি নিয়ে গাত্রদাহ হওয়া উচিত না।’
রোববার (১৫ জুন) নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ওলামাদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারকে আরও সতর্ক হতে হবে: এ্যানি
এ্যানি বলেন, ‘বেগম খালেদা জিয়া প্রকৃতপক্ষে অসুস্থ ছিলেন না। গত ১৫-১৬ বছরে ফ্যাসিস্ট সরকারের নেতৃত্বে বেগম জিয়াকে অপমান অপদস্থ এবং মিথ্যা মামলার সাজা দিয়ে তাকে দীর্ঘদিন কারাভোগ করিয়েছে, সেখানে তিনি স্যাঁতস্যাঁতে পরিবেশে অসুস্থ হন। কিন্তু তিনি এখন অসুস্থ থাকলেও তার যথেষ্ট মনোবল আছে।’
তিনি বলেন, ‘বক্তব্য দেব এটিও প্রয়োজন ছিল না যে কেনো কি কারণে তারেক রহমান দেশের বাইরে।
আন্দোলন তো আমরা সবাই মিলে করেছি। শুধু জুলাই আন্দোলন না। গত ১৫-১৬ বছর আমাদের শ্রম, অত্যাচারের স্বীকার, গুম মামলা খেয়ে বাসাবাড়িতে থাকতে পারি নাই। তারেক রহমান সকল দলের পক্ষে কথা বলেছেন, জুলাই আন্দোলনে সবাইকে একত্রিত করেছেন এরপর কোন প্রেক্ষাপটে বলেন তারেক রহমান দেশের বাইরে আছেন।’
বিএনপির এই নেতা বলেন, ‘জামায়াতের শফিক সাহেব যখন বলেন একটা বিশেষ দলের প্রতি অনুরাগ ছিল গত বৈঠকে এটা কি শোভা পায়। কারণ অন্তর্বর্তী সরকার অন্তত দশবার তাদের সঙ্গে বৈঠক করেছে, সবগুলোর দলের সঙ্গেই বৈঠক করেছে। ৫ তারিখের পর সংস্কার নির্বাচন সব কিছুর সঙ্গে বৈঠক জড়িত।’
তিনি আরও বলেন, ‘আমরা অপেক্ষা করছি তারেক রহমান আসবেন। কাল এই দেশে ভোট হলে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। নেতৃত্ব দেবে বিএনপি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। একদলীয় শাসন আমরা চাই না। বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি একদলীয় শাসনের অবস্থা কেমন হয়। এর জন্যই তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। এখনও সময় আছে, ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর স্বার্থে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা উচিত। সবার টার্গেট সুন্দর বাংলাদেশ।