লঞ্চে কর্মস্থলে ফেরা যাত্রীদের উপচেপড়া ভিড়, পথে পথে দুর্ভোগ

৩ সপ্তাহ আগে
প্রিয়জনের সঙ্গে ঈদুল আজহা উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। এতে করে বৃহস্পতিবার (১২ জুন) সকালে ভোলার ইলিশা লঞ্চঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

আগামী শনিবার (১৪ জুন) পর্যন্ত এ ভিড় আরও বাড়বে বলে জানিয়েছেন লঞ্চঘাট সংশ্লিষ্টরা।


ইলিশা-লক্ষ্মীপুর রুটের লঞ্চ ও সি-ট্রাকগুলোতে দুই থেকে তিনগুণ অতিরিক্ত যাত্রী ঝুঁকি নিয়ে পারাপার করতে দেখা গেছে। নৌযানের তুলনায় অতিরিক্ত যাত্রী হওয়াতে অনেকেই লঞ্চঘাটে অপেক্ষা করতে থাকেন ঘণ্টার পর ঘণ্টা। আবার অনেকে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ ট্রলারে মেঘনা নদী পাড়ি দিয়েছেন।


এ রুটে দুটি লঞ্চ ও চারটি সিট্রাক চলাচল করলেও বর্তমানে যাত্রীর তুলনায় যানবাহনের সংখ্যা খুবই কম। এতে জীবনের ঝুঁকি নিয়ে কাজের তাগিদে পরিবার পরিজন নিয়ে উত্তাল মেঘনা পারি দিচ্ছেন নিরুপায় সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।


আরও পড়ুন: উত্তরের মহাসড়কে বাড়ছে কর্মস্থলে ফেরা মানুষের চাপ


এ দিকে করোনা সংক্রামণ রোধে যাত্রীদের মাস্ক পরার জন্য সর্তক করা হলেও অধিকাংশ যাত্রী তা ব্যবহার করেননি। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ফিরে আসেনি এখনও।


চট্টগ্রামগামী যাত্রী রফিকুল আমিন জানান, ভিড় এড়াতে ছুটি শেষ হওয়ার আগেই কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা করেছেন। কিন্তু ইলিশা ঘাটে এসে ভিড়ের জন্য সি-ট্রাকে উঠতে পারেননি।  পথে পথে ভোগান্তিতে পড়ে আরও অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।


আরও পড়ুন: ঈদের তৃতীয় দিনেও কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়


মিজানুর রহমান ও আবদুল হামিদসহ অনেক যাত্রীর অভিযোগ, লঞ্চ মালিক শ্রমিকরা খাম খেয়ালি করছে। বিআইডব্লিউটিএসহ কর্তৃপক্ষের যথাযথ তদারকি নেই। যাত্রীরা ভালোমন্দ বিচার না করে নৌযানগুলোতে উঠে পড়ছেন।


এ দিকে অবৈধভাবে যাত্রী পারাপারের দায়ে বিআইডব্লিটিএ একটি ট্রলার ও চারটি স্পিডবোট আটক ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।


ভোলার ইলিশা-ঢাকা নৌরুটে প্রতিদিন ১১টি লঞ্চ চলাচল করে‌। এ ছাড়া ইলিশা লক্ষ্মীপুর রুটে দুটি ও চারটি সি-ট্রাক চলাচল করছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন