আইপিএল ২০২৫ এ লখনৌ সুপার জায়ান্টের (এলএসজি) অধিনায়ক হতে যাচ্ছেন ভারতের উইকেটকিপার রিশভ পন্ত। এর আগে আরেক উইকেটকিপার লোকেশ রাহুল ফ্র্যাঞ্চাইজিটিকে নেতৃত্ব দিয়েছিলেন। ২০২২ সালে আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যাত্রা শুরুর পর থেকে টানা তিন মৌসুম অধিনায়কের দায়িত্ব পালন করেন রাহুল। এর মধ্যে প্রথম দুই মৌসুমেই দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। তবে শেষ মৌসুমটা ছিল এলএসজির জন্য বিস্মরণযোগ্য। সপ্তম হয়েছিল তারা।
দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে এলএসজির অধিনায়কত্ব করতে যাচ্ছেন পন্ত। এর আগে দিল্লি ক্যাপিটালসকেও নেতৃত্ব দিয়েছিলেন এই উইকেটকিপার। অধিনায়কত্ব ইস্যুতেই এবারের নিলামের আগে দিল্লি ছাড়েন তিনি। দিল্লি তাকে ধরে রাখতে চাইলেও অধিনায়কত্ব দেয়ার ব্যাপারে গ্যারান্টি দিতে রাজি ছিল না। যে কারণে আলোচনা ভেস্তে দিয়েছিল দুই পক্ষের।
আরও পড়ুন: আইপিএলের সূচি পরিবর্তন; টুর্নামেন্ট শুরু হবে ২১ মার্চ
মেগা নিলামে এলএসজি পাঁচজন খেলোয়াড় ধরে রেখেছে। তারা হলেন নিকোলাস পুরান, রবি বিষ্ণয়ী, মায়াঙ্ক যাদব, আয়ুশ বাদোনি এবং মহসিন খান। তবে তারা কেউই অধিনায়কত্বের জন্য বিবেচিত হননি। লখনৌ অধিনায়ক হিসেবে ভারতীয় খেলোয়াড়কেই বিবেচনা করছিল, যে তালিকায় পন্তের সঙ্গে ছিলেন শ্রেয়াস আইয়ারও। নিলামে পন্তকে কিনতে তারা সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে প্রতিযোগিতা করে এবং এক পর্যায়ে তার দাম ২০.৭৫ কোটি থেকে ২৭ কোটিতে দাঁড়ায়।
পন্ত এর আগে ২০১৬ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। ২০২১ সালে তিনি ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কের দায়িত্ব পান। তবে ২০২৩ মৌসুমে অধিনায়কত্ব করতে পারেননি তিনি। ২০২২ সালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হন তিনি। ফলে সে মৌসুমে আইপিএলে খেলতেই পারেননি পন্ত।
পন্তের নেতৃত্বে এলএসজিতে ডেভিড মিলার, মিচেল মার্শ, নিকোলাস পুরান, এইডেন মার্করাম ছাড়াও ভারতীয় সিমার আকাশ দীপ এবং আভেশ খানের মতো তারকারা খেলবেন। দলটির হেডকোচ হিসেবে আছেন অজি কিংবদন্তি জাস্টিন ল্যাঙ্গার। এছাড়া মেন্টর হিসেবে আছেন ভারতের কিংবদন্তি পেসার জহির খান।