লখনৌকে উড়িয়ে দিল পাঞ্জাব

১ দিন আগে
আইপিএলের ১৩তম ম্যাচে মঙ্গলবার (১ এপ্রিল) মুখোমুখি হয়েছিল লখনৌ বনাম পাঞ্জাব। এবারের আইপিএলে দারুণ আত্মবিশ্বাসী মনে হচ্ছে পাঞ্জাব কিংসকে। প্রথম ম্যাচে জয়ের পর গতকালও সহজ জয় পেয়েছে আইয়ারের দল। লখনৌকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে পাঞ্জাব।

আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭১ রান করে লখনৌ। জবাব দিতে নেমে ৮ উইকেট আর ২২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পাঞ্জাব। পাঞ্জাবের সহজ জয়ের দিন ফিফটি হাঁকিয়েছেন প্রভশিমরন সিং ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার। প্রভশিমরন ৩৪ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। আইয়ার অপরাজিত থাকেন ৩০ বলে ৫২ রানে।


মঙ্গলবার ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিক লখনৌ। শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। দলীয় ১ রানেই ওপেনার মিচেল মার্শকে হারায় স্বাগতিকরা। এরপর ৩৫ রানে ছিল না ৩ উইকেট। ভালো শুরু করলেও পিচে টিকতে পারেননি আরেক ওপেনার এইডেন মার্করাম (১৮ বলে ২৮)। অধিনায়ক রিশভ পন্ত ৫ বলে ২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। চলতি আসরে বাজে ফর্ম চলছেই তার।


আরও পড়ুন: ট্রায়ালে বাদ দেয়া অশ্বনী-ই জাত চেনালেন কলকাতাকে! 


চতুর্থ উইকেটে লখনৌকে এগিয়ে দেয়ার কাজ করেন আয়ুশ বাদানি ও নিকোলাস পুরান। জুটি করেন ৪০ বলে ৫৪ রানের। দারুণ কিছু শট খেলে ৩০ বলে ৪৪ রান করে লং অফে গ্লেন ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ হন পুরান।


৩৩ বলে ৪১ রান করেন বাদানি। ডেভিড মিলার ১৮ বলে ১৯ আর শেষদিকে আব্দুল সামাদ (১২ বলে ২৭) ফিনিশিং দিলে ৭ উইকেটে ১৭১ রানের পুঁজি পায় লখনৌ।


পাঞ্জাবের হয়ে বল হাতে ৪৩ রানে ৩ উইকেট শিকার করেন অশ্বদিপ সিং। একটি করে উইকেট নেন লকি ফার্গুসন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কো জানসেন ও বদলি নামা যুজবেন্দ্র চাহাল। তিন ম্যাচে দ্বিতীয়বার হারের তিক্ত স্বাদ পাওয়া লখনৌর হয়ে ২ উইকেট শিকার করেন দিগ্বেশ রথি।


প্রথম দুই ম্যাচ জিতেই টেবিলের দুইয়ে উঠেছে পাঞ্জাব। এদিকে ৩ ম্যাচ খেলে এক জয় এবং দুই হারে টেবিলের ছয়ে লখনৌ। 

]]>
সম্পূর্ণ পড়ুন