লক্ষ্মীপুরে বিকাশ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১ সপ্তাহে আগে
লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে বিকাশ ও নগদ প্রতারণ চক্রের ৪ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (২২সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সেনাবাহিনীর লক্ষ্মীপুর ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান।


এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের আনন্দ শাহ পোলের গোড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটকরা হলেন- দক্ষিণ হামছাদী ইউনিয়নের জাহানাবাদ এলাকার ফজরা আলীর ছেলে  ফয়েজ হোসেন (২৭বছর), মৃত আলী হায়দারের ছেলে হৃদয়, পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের আলী আকবরের ছেলে সোহেল (২৪বছর), পৌরসভার সমসেরাবাদ এলাকার ইসমাইলের ছেলে শিহাব উদ্দিন  (২৫বছর)।


আরও পড়ুন: ব্ল্যাকমেইল করে ১৯ লাখের পর ৩৫ লাখ টাকা নিতে এসে ধরা প্রতারক দম্পতি


এ সময় তাদের কাছ থেকে ২৫টি মোবাইল ফোন, সিম কার্ড, নগদ টাকা সহ প্রতারণার কাছে ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়।


লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এসময় প্রতারক চক্রের ৪সদস্যকে আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের থানায় প্রেরণ করা হয়েছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন