লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

২ সপ্তাহ আগে
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল আজিজ বাদশাহর বাড়ি থেকে একটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী।

সোমবার (২০ অক্টোবর) সকালে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। তবে অভিযানের সময় বিএনপি নেতা আজিজ বাড়িতে ছিলেন না।


অস্ত্র উদ্ধারের ঘটনায় হাজিমারা পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) এসআই মো. আবদুর রহিম বাদী হয়ে আমিনুল আজিজ বাদশাহকে আসামি করে বিকেলে রায়পুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।


ঘটনার বিষয়ে জানতে চাইলে আমিনুল আজিজ বাদশাহ মুঠোফোনে জানান, একটি চক্র ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাতে ঘরে অস্ত্র রেখে গেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানাবেন বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।


রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরকাছিয়া এলাকায় অভিযানে একটি ঘর থেকে একটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বিএনপি নেতা আজিজকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আরও পড়ুন: বান্দরবানে পিস্তল ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক


প্রসঙ্গত, রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী এলাকার মেঘনা নদীঘেঁষা চরাঞ্চলে দীর্ঘদিন ধরে জমি দখল ও বালু উত্তোলনকে কেন্দ্র করে একাধিক পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। আমিনুল আজিজ বাদশাহর বিরুদ্ধেও শত শত একর জমি জবরদখলের অভিযোগ রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন