সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার জাপান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানের অনুদানের মাধ্যমে ডব্লিউএফপি এক লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী এবং ২ হাজার ঝুঁকিপূর্ণ বাংলাদেশিকে মাসিক খাদ্য সহায়তা ও পুষ্টি সহায়তা দেবে। পরিবারগুলো ভাত, ডাল এবং তাজা শাকসবজিসহ ক্যাম্প স্টোরগুলোতে বিভিন্ন ধরনের খাবার কেনার জন্য ই-ভাউচার পাবে।
এই অর্থের মাধ্যমে অপুষ্টি প্রতিরোধ ও চিকিৎসার জন্য ক্যাম্পের ভেতরে এবং বাইরে ছোট শিশু ও গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের কাছে বিশেষ পুষ্টি সহায়তা পৌঁছানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: রোহিঙ্গাদের আর্থিক সহায়তা কমলে, অস্থিরতা বাড়বে: প্রধান উপদেষ্টা
এদিকে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি রোহিঙ্গা ক্যাম্পে ক্রমবর্ধমান চাহিদা এবং মানবিক তহবিল কমতে থাকায় গভীর উদ্বেগ জানিয়েছেন। তিনি মানবিক সংকট রোধে এবং দীর্ঘমেয়াদি সমাধানে ডব্লিউএফপি ও সমস্ত অংশীদারদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট থেকে এখন অবধি জাপান সরকার রোহিঙ্গাদের জন্য ২৪০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি অনুদান দিয়েছে।