রোববার জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ নেতারা

১৮ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় শীর্ষ নেতারা (২৭ জুলাই) রোববার জামালপুরে পথযাত্রায় আসছেন। দলটির জুলাই মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে তারা এ সফরে অংশ নিচ্ছেন।

শনিবার (২৬ জুলাই) বিকেলে জামালপুর জেলা পরিষদের সভাকক্ষে সংবাদ সম্মেলনে করে এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন।


সংবাদ সম্মেলনে লুৎফর রহমান বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার রোববার (২৭ তারিখ) রাত ৮ টায় শহরের চামড়াগুদাম মাদ্রাসা, হযরত শাহজামাল (র.) মাজার ও দয়াময়ী মন্দির পরিদর্শন শেষে হরিজন পল্লীতে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করবেন। এরপর জামালপুর শহরেই রাত্রিযাপন করবেন।


পরদিন ২৮ জুলাই সকাল ৯টায় সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে বেলা ১১টায় পদযাত্রা শুরু করবেন। পদযাত্রা শেষ করে শহরের ফৌজদারী মোড়ে পথসভা করবেন।

আরও পড়ুন: আমাদের স্বপ্নকে নির্বাচনের একমাত্র দাবিতে রূপান্তর করা হয়েছে: নাহিদ

এ কর্মসূচিতে থাকবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তানসিম জারা, নাহিদা সরওয়ার নিভা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, সদস্য মশিউর আমিন শুভ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল ও সংগঠক মোসাদ্দেকুর রহমানসহ পদযাত্রায় অংশগ্রহণ করবেন।


এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে জামালপুর জেলা কমিটি সব প্রস্তুতি শেষ করেছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান।


তিনি বলেন, নেতাদের পদযাত্রা ঘিরে শহর-গ্রামে চলছে মাইকিং, প্রচারণা ও গণসংযোগ। তরুণ নেতৃত্বের উপস্থিতিতে বড় ধরনের গণজমায়েত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: জুলাই সনদ নিয়ে তোড়জোড়, বাস্তবায়ন নিয়ে ভিন্নমত বিএনপি-জামায়াত-এনসিপির

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় সদস্য,মশিউর আমিন শুভ, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহ্বায়ক মো. হিফজুর রহমান বকুল, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক মো. মোসাদ্দেকুর রহমান, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামালপুর জেলা কমিটি যুগ্ম সমন্বয়কারী ফজলুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামালপুর জেলা কমিটি যুগ্ম সমন্বয়কারী শাহিদুর রহমান সম্রাট। 

]]>
সম্পূর্ণ পড়ুন