রোববার কী আছে ভাগ্যে?

১ সপ্তাহে আগে
সারাদিন ঠিক কী অপেক্ষা করছে আপনার জীবনে তা আগাম জানা যায় রাশিফল থেকে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্মের সঙ্গে প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে জ্যোতিষীরা ভবিষ্যদ্বাণী করেন রাশিফলে।

আজ রোববার, ২৯ জুন ২০২৫। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? আজ কার ভাগ্যে উন্নতি, সতর্ক থাকবেন কারা? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।


মেষ: সাফল্য লাভ করবেন। সব গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারেন। কোনো কাজ এড়িয়ে গেলে, তাতে সমস্যা হতে পারে। তাই সেই কাজ বাতিল করার পরিবর্তে সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার চেষ্টা করুন। বরিষ্ঠ সদস্যের সাহায্যে সন্তানের বিয়েতে আসা বাধা দূর হবে। শুভ কাজে অর্থ ব্যয়ের ফলে প্রসিদ্ধি বাড়বে।
 

বৃষ: এমন কোনো স্থান থেকে অর্থ লাভ করতে পারেন, যা পাওয়ার সম্ভাবনা ছিল না। ছাত্রদের জন্য দিন অনুকূল। শিক্ষা ও প্রতিযোগিতায় বড় সাফল্য লাভ করতে পারেন। চাকরির আবেদনের জন্য দিনটি অসাধারণ। আয়ের নতুন উৎস লাভ করবেন। পরিশ্রম করুন, ভাগ্যের ভরসায় কোনো কাজ ছেড়ে দেবেন না।
 

মিথুন: দিনটি অবসাদপূর্ণ। চাকরি ও ব্যবসায় লোকসান হতে পারে। ফলে সমস্যায় পড়বেন। বন্ধুর সাহায্যে স্বস্তি পেতে পারেন। কর্মক্ষেত্রে নিজের কাজা মনোনিবেশ করুন। অন্যের কথায় কান দেবেন না। কর্মকর্তারা আপনার প্রতি ক্ষুব্ধ থাকতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে যেতে হবে। লোকসান হতে পারে।

 

আরও পড়ুন: নজর রাখুন শনিবার, দেখুন কী ঘটবে?



কর্কট: মন আনন্দ থাকবে। তবে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে। অবসাদ কমবে। সমস্যার সমাধান হবে। আইন-আদালতের মামলায় সাফল্য লাভ করবেন। পারিবারিক সমস্যার সমাধান হবে। আনন্দের কারণ দেখা দেবে।


সিংহ: ব্যাংক, সংস্থা বা কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নেয়ার পরিকল্পনা করে থাকলে, তা সহজে পেয়ে যাবেন। ব্যবসার জন্য যে নতুন পরিকল্পনা তৈরি করেছেন, তা কার্যকরী করতে পারবেন। লগ্নির ইচ্ছা থাকলে, তার জন্য দিনটি ভালো। রাতে কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। সেখানে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে দেখা হবে।
 

কন্যা: ব্যবসায়ে গতি ফিরে পাওয়ার জন্য অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন। ভাইদের কাছ থেকে পরামর্শ নেবেন। পারিবারিক ব্যবসার উন্নতির চেষ্টা করবেন। সন্তানের পক্ষ থেকে কোনো সুসংবাদ পাবেন। শ্বশুরবাড়ির কোনো ব্যক্তিকে টাকা ধার দেয়ার পরিকল্পনা করে থাকলে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন। তা না হলে সম্পর্কে ফাটল ধরতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পাবেন।
 

তুলা: রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা ভালো সুযোগ পাবেন। চাকরি ও ব্যবসার জন্য দিনটি অনুকূল ও লাভজনক। দীর্ঘদিনের আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। সন্তানকে ভালো কাজ করতে দেখে মনে আনন্দ জাগবে। বরিষ্ঠ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উৎফুল্ল হবেন। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটাবেন।
 

বৃশ্চিক: অত্যন্ত ব্যস্ত থাকবেন। কাজের চাপ থাকবে। পরিবারের সদস্যদের জন্য সময় বের করতে পারবেন না। ফলে মা ও জীবনসঙ্গী আপনার প্রতি ক্ষুব্ধ হবেন। এতে পারিবারিক পরিবেশ প্রভাবিত হবে। স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। খাওয়া-দাওয়ায় যত্ন নিন। বুদ্ধি ও বিচক্ষণতা দিয়ে চিন্তাভাবনা করে ব্যবসায় বড় সিদ্ধান্ত নেবেন। অন্যের কথায় সিদ্ধান্ত নিলে সমস্যায় জড়াবেন।
 

ধনু: অনিচ্ছা সত্ত্বেও কিছু ব্যয় করবেন। সন্ধ্যার দিকে সুসংবাদ পাবেন। ফলে মন আনন্দিত হবে। পরিবারের সবাই আপনাকে সাহায্য করবে। মা-বাবার দোয়া পাবেন। সন্তানের প্রয়োজনীয়তায় অর্থ ব্যয় করবেন। সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে ধর্মীয় ও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।


মকর: প্রভাব ও বৈভব বৃদ্ধি পাবে। সামাজিক কাজে জনসমর্থন পাবেন। সরকারি কাজ আটকে থাকলে তা সম্পন্ন হবে। চাকরিজীবীরা নিজের কাজে মনোনিবেশ করুন, তা না হলে কাজ ভেস্তে যেতে পারে। ফলে কর্মকর্তারাও আপনার প্রতি ক্ষুব্ধ হবেন। ভাইদের মধ্যে বিবাদ সমাপ্ত হবে। সন্ধ্যায় আত্মীয়ের বাড়ি যেতে পারেন।

 

আরও পড়ুন: নজর রাখুন বৃহস্পতিবার কী ঘটতে যাচ্ছে
 

কুম্ভ: আজ কারও ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না। বন্ধু সেজে আপনাকে প্রতারিত করতে পারেন। আয়ের নতুন উৎস পাওয়ায় মন আনন্দিত হবে। অংশীদারীত্বে ব্যবসার পরিকল্পনা করলে, তার জন্য দিনটি ভালো। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। পারিবারিক জীবনে জীবনসঙ্গীর সঙ্গ ও সহযোগিতা লাভ করবেন।
 

মীন: সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা করে থাকলে, তা সফল হবে। হারিয়ে যাওয়া বা আটকে থাকা টাকা ফিরে পাবেন। ফলে আপনার চিন্তা দূর হবে। বুদ্ধির জোরে যেকোনো কঠিন সমস্যার সমাধান করতে পারবেন। সন্ধ্যায় আপনার বাড়িতে অতিথি আগমন হতে পারে। ফলে হইহুল্লোড়, ব্যস্ততা বাড়বে।

]]>
সম্পূর্ণ পড়ুন