রোনালদোর সঙ্গে সম্পর্ক কেমন, কী বললেন মেসি?

২ সপ্তাহ আগে
মাঠে সম্পর্কটা প্রতিদ্বন্দ্বিতার। ইউরোপিয়ান ফুটবল দেড় যুগের বেশি সময় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর লড়াই দেখেছে। যুগশ্রেষ্ঠ দুই ফুটবলারের সরাসরি প্রতিদ্বন্দ্বিতার ছেদ ঘটেছে। এখন দুজনের ঠিকানাই ইউরোপের বাইরে, পর্তুগিজ তারকা খেলছেন সৌদি আরবের আল নাসরে, মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে।

বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপের মেজর সব ট্রফিসহ রেকর্ড আটটি ব্যালন ডি’অরে সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছেছেন মেসি। অন্যদিকে, বিশ্বকাপ জিততে না পারলেও ইউরো, চ্যাম্পিয়ন্স লিগসহ মেজর সব ট্রফি জিতে এখন হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে ছুটে চলেছেন ক্রিস্টিয়ানো। নিজ নিজ জায়গা থেকে স্বমহিমায় উজ্জ্বল সিআরসেভেন আর এলএমটেন।


মাঠের ফুটবলে দুজনের তুমুল প্রতিদ্বন্দিতা থাকলেও এই দুই মহাতারকার ব্যক্তিগত সম্পর্ক কেমন? ভক্তদের সেই কৌতূহল দূর করতে মুখ খুললেন লিওনেল মেসি। রোনালদোর সঙ্গে কেমন সম্পর্ক এলএমটেনের, তাও খোলাশা করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। রনের সঙ্গে কোনো বন্ধুত্ব নেই মেসির। মাঠে তুমুল প্রতিদ্বন্দিতা থাকলেও, মাঠের বাইরে তাদের কোনো সম্পর্ক নেই বলেই মন্তব্য করেছেন লিও। সম্প্রতি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে পোর্তোর বিপক্ষে দুর্দান্ত ফ্রি কিকে দলকে জেতানোর পর এমন মন্তব্য করেন এলএমটেন।


আরও পড়ুন: ব্রাজিলে নেইমারের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ইয়ামাল


মেসে বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালসোর সঙ্গে আমার প্রতিদ্বিন্দিতা ছিল মাঠে। আমরা দুজনই দলের জন্য সর্বোচ্চটা দিয়েছি সবসময়। আমাদের সবকিছু মাঠেই সীমাবদ্ধ। মাঠের বাইরে আমরা দুজন সাধারণ মানুষ। আমরা বন্ধু নই। কারণ, আমরা কখনও একসঙ্গে খেলিনি। একে অপরের প্রতিদ্বন্দী ছিলাম এবং দুজনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করেছি।’


মাঠে প্রতিদ্বন্দি মানলেও রোনালদোর প্রশংসা করতে কখনও কার্পণ্য করেন না লিও। এবারও হলো তাই। ৪০ বছর বয়সেও রোনালদোর পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন এলএমটেন। আর্জেন্টাইন তারকা বলেন, ‘রোনালদো ও তার ক্যারিয়ারের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। সে নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এখনও সর্বোচ্চ স্তরে প্রতিদ্বন্দিতা করছে। এটা খুবই ভালো বিষয়।’

]]>
সম্পূর্ণ পড়ুন