নিজেকে সর্বকালের সেরা দাবি করে ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা ও পেলের চেয়ে এগিয়ে রেখেছেন। তার দাবি হালে পানি পায়নি খুব একটা। আল নাসরে খেলা পর্তুগিজ মহাতারকাকে সর্বকালের অন্যতম সেরা হিসেবেই ধরা হয়, কিন্তু পেলে-ম্যারাডোনা তো বটেই, এক সময়ে তার সঙ্গে যার দ্বৈরথ ছিল সেই মেসিকেও তার চেয়ে সেরা হিসেবেই বিবেচনা করেন বেশিরভাগ ফুটবলবোদ্ধা।
তবে খোদ মেসির দেশ আর্জেন্টিনাতেই একজন আছেন যিনি রোনালদোকে মেসির চেয়ে এগিয়ে রাখেন। আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক হুগো গাট্টির মতে রোনালদো বরাবরই মেসির চেয়ে সেরা। তবে এখানে একটা কিন্তুও আছে। পর্তুগিজ মহাতারকাকে নিজের দেশের সবচেয়ে বড় তারকার চেয়ে সেরা মানলেও তাকে সর্বকালের সেরা হিসেবে স্বীকৃতি দিতে রাজি নন গাট্টি।
আর্জেন্টিনার জার্সিতে ১৯৬৬-১৯৭৭ পর্যন্ত ১৮টি ম্যাচ খেলা গাট্টি দেশটির ক্লাব ফুটবলের কিংবদন্তি। ইতালির ক্লাব আটলান্টা ছাড়াও খেলেছেন রিভার প্লেট-বোকা জুনিয়র্স দুই ক্লাবেই। বোলাভিপকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'ক্রিস্টিয়ানো (রোনালদো) মেসির চেয়ে সেরা ছিল এবং এখনও সেরাই। এটাই বাস্তবতা। সিআর-সেভেন যেখানে খেলছে সেটা হয়ত আগের মতো ভালো নয়, কিন্তু এটার আলাদা গতি আছে এবং মেসি একটা দেশীয় ক্লাবে খেলছে।'
আরও পড়ুন: হামজাসহ আরও এক প্রবাসীকে নিয়ে দল ঘোষাণা করলো বাংলাদেশ
'যদি অনেক ক্রিশ্চিয়ানো রোনালদো থাকত, কারণ এটি এমন খেলোয়াড়দের উন্নতি ও উৎসাহিত করত যারা এটি মনে করে, অনুভব করে কিন্তু বলে না। এটি তাকে মেসির থেকে আলাদা করে, কারণ আমি কখনও মেসিকে এটি (সর্বকালের সেরা দাবি) বলতে দেখিনি বা এমন ঝুঁকি নিতে দেখিনি। এরপর আপনাকে তা প্রমাণ করতে হয়, এবং ক্রিশ্চিয়ানো ৪০ বছর বয়সেও তা প্রমাণ করে চলেছে। তবে সে এখনও অনেক পেছনে, কারণ পেলের মতো আর কেউ নেই।'
সম্প্রতি রোনালদো লা সেক্সটাকে দেয়া সাক্ষাৎকারে নিজেকে সর্বকালের সেরা দাবি করে বলেছিলেন, 'আপনি মেসি, পেলে কিংবা দিয়েগোকে (ম্যারাডোনা) এগিয়ে রাখতেই পারেন, আমি এটা শুনতে রাজি এবং এই মতামতকে সম্মানও জানাই, কিন্তু ক্রিস্টিয়ানো (রোনালদো) পরিপূর্ণ ফুটবলার নয়–এটা মিথ্যা। আমি সবচেয়ে পরিপূর্ণ। আমি আমার চেয়ে সেরা কাউকে দেখি না এবং আমি এটা আপনাকে আমার হৃদয় থেকে বলতে পারি।'

গাট্টি রোনালদোকে মেসির চেয়ে সেরা হিসেবে মেনে নিলেও সর্বকালের সেরার বেলায় তার ভোট এক ব্রাজিলিয়ানের পক্ষে। গাট্টির চোখে পেলের চেয়ে ভালো ফুটবলার অতীতে আসেনি, এমনকি ভবিষ্যতেও আসবে না।
আরও পড়ুন: বিতর্কিত পেনাল্টি নিয়ে মুখ খুললেন আনচেলত্তি, রেফারিং নিয়ে সন্তুষ্ট সিমিওনে
তিনি বলেন, 'আমার চোখে পেলের চেয়ে সেরা কেউই নেই, অতীতেও ছিল না, ভবিষ্যতেও তার মতো কেউ আসবে না। পেলে অপ্রতিদ্বন্দ্বী, সে বাকিদের চেয়ে ভিন্ন ছিল। সাম্প্রতিক কালের ক্রিস্টিয়ানো (রোনালদো) দারুণ, কিন্তু সে পেলের ধারেকাছেও নেই, ম্যারাডোনা বা মেসিও পেলের ধারেকাছে নেই।'
তবে রোনালদোর অর্জনকে সমীহের চোখেই দেখছেন গাট্টি, 'তবে সে যা বলেছে তার একটা অজন আছে কারণ সে সবকিছুতে চ্যাম্পিয়ন। একজন গোলদাতা হিসেবে এবং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাবের এক সময়ের খেলোয়াড় হিসেবে। এটা তাকে মানায়, আমার চেয়ে তার আত্মগরিমা বেশি হওয়াই স্বাভাবিক, কিন্তু না, সে ইতিহাসের সেরা নয়। পেলের পর ক্রুইফ (ইয়োহান), ম্যারাডোনা, রোনালদিনহো এবং (আলফ্রেদো) দি স্তেফানোর নাম আসবে।'