রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত

৫ ঘন্টা আগে
রমজান মাস হল আত্মশুদ্ধি, ইবাদত ও আল্লাহর রহমত লাভের শ্রেষ্ঠ সময়। এ মাসের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। হাদিসে এসেছে রোজাদারের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।

রোজাদারের প্রতিদান স্বয়ং মহান আল্লাহ দেবেন। আর রোজাদারের জন্য রয়েছে দুটি আনন্দের মুহূর্ত। 

 

আরও পড়ুন: রোজাদারের জন্য গুরুত্বপূর্ণ ৫ হাদিস

 

হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত হাদিসে আছে, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

 

للصائم فرحتان يفرحهما اذا افطر فرح، واذا لقى ربه فرح بصومه، وفى رواية : اذا لقى الله فجزاه فرح

 

রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে, যখন সে আনন্দিত হবে। এক. যখন সে ইফতার করে তখন ইফতারের কারণে আনন্দ পায়। দুই. যখন সে তার রবের সঙ্গে মিলিত হবে তখন তার রোজার কারণে আনন্দিত হবে। আরেক বর্ণনায় আছে, যখন সে আল্লাহর সঙ্গে মিলিত হবে, আর তিনি তাকে পুরস্কার দেবেন, তখন সে আনন্দিত হবে। (বুখারি, হাদিস: ১৯০৪, ১৮৯৪; মুসলিম, হাদিস: ১১৫১)

]]>
সম্পূর্ণ পড়ুন