রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

৩ দিন আগে
রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে মেহেরপুরের গাংনীতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।

মঙ্গলবার (৬ মে) রাত ১১টার দিকে মেহেরপুরের-কুষ্টিয়া সড়কে শুকুরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন: মেহেরপুরের গাড়াডোব গ্রামের শাহিন (২৫), তার ফুফু আক্তার বানু ওরফে লাল বুড়ি (৪৫) এবং মাইক্রোবাস চালক জামাল (৪০)।


জানা গেছে, শাহিনের দাদি ফজিলা খাতুন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রোগীকে নিয়ে যাওয়ার সময় শুকুরকান্দি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়।


আরও পড়ুন: স্ত্রী-সন্তানকে শ্বশুরবাড়ি রেখে ফেরার পথে ফায়ার ফাইটার নিহত


এতে মাইক্রোবাসে থাকা সাতজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শাহিন, আক্তার বানু এবং চালক জামালের মৃত্যু হয়।


গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জব্দ করা হয়েছে ডাম্প ট্রাক ও মাইক্রোবাসটি। সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন