রেকর্ড মূল্যে বিক্রি হলো নাদালের প্রিয় র‌্যাকেট

৩ সপ্তাহ আগে
গ্র্যান্ড স্ল্যাম জেতার মুহূর্তে হাতে যে র‌্যাকেটগুলি ছিলো, সাধারণত সেগুলি হাতছাড়া করেন না রাফায়েল নাদাল। তবে এবার তার একটি প্রিয় র‌্যাকেট তোলা হয়েছিলো নিলামে। এই র‌্যাকেট দিয়ে খেলে ২০১৭ সালে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। সে ম্যাচে সুইজারল্যান্ডের স্ট্যানিসলাস ওয়ারিঙ্কাকে ৬-২, ৬-৩, ৬-১ ব্যবধানে হারিয়েছিলেন নাদাল।

নাদালের সেই প্রিয় র‌্যাকেটটি তোলা হয়েছিলো প্রেস্টিজ মেমোরাবিলিয়া নিলামে। শুরু থেকেই এটার ভালো দাম পাওয়ার আশা ছিলো। তবে সেই প্রত্যাশাকে ছাপিয়ে গেছে র‌্যাকেটটির দাম। দাম উঠেছে ১ লাখ ৫৭ হাজার ৩৩৩ ডলারেরও বেশি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা। 

 

আরও পড়ুন: কিছুটা হতাশ, তবুও এই বাংলাদেশ নিয়ে গর্বিত সমিত

 

এই র‌্যাকেটটিতে কি এমন আছে, যার জন্য এত দাম উঠেছে! এক নিলাম বিশেষজ্ঞ বলেছেন, ‘গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে নাদালের ব্যবহৃত র‌্যাকেট পাওয়া কঠিন। বিশেষ করে ফরাসি ওপেন ফাইনাল খেলা র‌্যাকেট পাওয়াই যায় না। সে জন্যই নাদালের এই র‌্যাকেটটির এত দাম উছেছে।’ 

 

গ্র্যান্ড স্ল্যাম জয়ের মুহূর্তে নাদালের হাতে থাকা র‌্যাকেটগুলি সাধারণত হাতছাড়া করতে চান না তিনি। কোনো ফাইনালে একাধিক র‌্যাকেট ব্যবহার করে থাকলে, অনেক সময় একটি দিয়ে দেন। নিলামে ওঠা র‌্যাকেটটি অবশ্য তেমন নয়। 

 

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত হলো যাদের

 

এক র‌্যাকেট দিয়েই ২০১৭ সালের পুরো ফাইনাল ম্যাচটা খেলেছিলেন নাদাল। যে কারণে এই র‌্যাকেটটির মূল্য এত বেশি। তার র‌্যাকেটটি নিয়ে সংগ্রাহকরে আগ্রহও ছিলো ব্যাপক।

]]>
সম্পূর্ণ পড়ুন