প্রতারণায় ভরে গেছে বাজার। নানা ব্র্যান্ডের নামে বিক্রি হচ্ছে ফর্সা ক্রিম ও লোশন, যেগুলোর অনেকেই ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব প্রসাধনীর বেশিরভাগেই রয়েছে বিপজ্জনক রাসায়নিক উপাদান-যা ত্বক পোড়ানো থেকে শুরু করে ক্যান্সারের ঝুঁকিও বাড়াচ্ছে।
এর মধ্যে সবচেয়ে আলোচিত ‘স্কিন সাইন’ ক্রিমে হাইড্রোকুইননের মাত্রা থাকার কথা ৫ পিপিএম হলেও, পার্শ্ববর্তী দেশ থেকে চোরাই পথে আসা পণ্যগুলোতে এই ক্ষতিকর উপাদানের পরিমাণ ২০ লাখ পিপিএম পর্যন্ত পাওয়া গেছে-যা ত্বকের জন্য ভয়াবহ ক্ষতিকর।
সম্প্রতি ভেজাল প্রসাধনী বন্ধে যৌথবাহিনীকে সঙ্গে নিয়ে রাজধানীর চকবাজারে অভিযান চালায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সেখানে কয়েকটি গোডাউনে মেলে অতিরিক্ত হাইড্রোকুইননযুক্ত হাজার হাজার ত্বক ফর্সাকারী ক্রিম।
আরও পড়ুন: বিএসটিআই ল্যাব বাড়ালেও বাজারে পণ্যের মান নিশ্চিত হচ্ছে কতোটা?
এছাড়া চকবাজার এলাকায় প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠেছে নিম্নমানের নকল প্রসাধনীর কারখানা, যেখানে তৈরি হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকারক নানা পণ্য। এসব পণ্যের বাজার বন্ধ করতেও অভিযানে নামে বিএসটিআই। অভিযানে সাত লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং একজনকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে জব্দ করা হয় কয়েক কোটি টাকার নিষিদ্ধ রূপচর্চার সামগ্রী।
বিএসটিআইয়ের ম্যাজিস্ট্রেট লুতফুন্নেছা খানম বলেন, ‘রঙ ফর্সাকারী সাইন ক্রিম, ফেসওয়াশ ও ফেস পাউডার মেয়েদের মধ্যে বেশ জনপ্রিয়। কিন্তু চকবাজারে অভিযানে গিয়ে বিপুল পরিমাণে এসব পণ্য জব্দ করা হয়েছে, যেগুলোর একটিতেও বিএসটিআইয়ের অনুমোদন নেই। পাশাপাশি কিছু পণ্যে ত্বকের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ হাইড্রোকুইননের ব্যবহারও পাওয়া গেছে।’
এদিকে, নিম্নমানের প্রসাধনী ব্যবহারে ত্বকের স্থায়ী ক্ষত তৈরির পাশাপাশি ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যায় বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. আকরাম হোসেন বলেন, ‘এই ধরনের প্রসাধনীতে এমন কিছু রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়, যা ক্যান্সারের কারণ হতে পারে। এসব উপাদানের মাত্রা বেশি হলে ত্বকে ক্যান্সারের ঝুঁকি আরও বেড়ে যায়। তাই ঝুঁকি কমাতে অবশ্যই বিএসটিআই অনুমোদিত প্রসাধনী ব্যবহার করা উচিত।’
তিনি আরও বলেন, সচেতনতার পাশাপাশি নিম্নমানের প্রসাধনীর উৎপাদন ও বিক্রয় রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো জরুরি।
]]>
 ১ সপ্তাহে আগে
                        ৬
                        ১ সপ্তাহে আগে
                        ৬
                    







 Bengali (BD)  ·
                        Bengali (BD)  ·        English (US)  ·
                        English (US)  ·