রূপগঞ্জে সেনা অভিযানে দেড় কোটি টাকার মাদকসহ গ্রেফতার ৩

২১ ঘন্টা আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে ১০৮ কেজি গাজা, ৯ হাজার ৫১৬ বোতল ফেনসিডিলসহ দেড় কোটি টাকা মূল্যের মাদকসহ ৩ যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার লাভড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করা হয়।


গ্রেফতাররা হলেন: উপজেলার লাভরাপাড়া এলাকার আমানুল্লাহর ছেলে তানজিদ, লাভরাপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে রিফাত ও পাড়াগাঁও এলাকার রোকন উদ্দিনের ছেলে রিদুল।


রূপগঞ্জ উপজেলা সেনাক্যাম্পের কোম্পানি কমান্ডার শরিফ রূপগঞ্জ থানায় আয়োজিত  এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।


আরও পড়ুন: আড়াইহাজারে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৪, ১৬ লাখ টাকা জব্দ


সেনাবাহিনী জানায়, লাভরাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০৮ কেজি গাজা ও ৯ হাজার ৫১৬ বোতল ফেনসিডিলসহ দেড় কোটি টাকা মূল্যের মাদকসহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোম্পানি কমান্ডার শরিফ।

]]>
সম্পূর্ণ পড়ুন