ঐতিহাসিক এই হ্রদের নাম ডাল হ্রদ। এটা কাশ্মীরের রাজধানী শ্রীনগরের এক বিশাল হ্রদ। কাশ্মীরকে বলা হয় রূপকথার রাজকন্যা। এই হ্রদ হলো রাজকন্যার হৃদয়। হ্রদের দক্ষিণ ও পূর্বে রয়েছে আকাশছোঁয়া পর্বতমালা। সকালের স্নিগ্ধ রোদে চকচক করে বরফে ঢাকা পর্বতের চূড়া। উত্তরে মোগল সম্রাট জাহাঙ্গীরের শালিমার ও নিশাত উদ্যান। পশ্চিমে হজরত বাল মসজিদ।