রোববার (৪ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন রোজা। ছবিতে একেবারে রুপালি পরীর লুকে ধরা দেন তিনি।
লাস্যময়ী রোজার হালকা সাজে দ্যুতি ছড়াচ্ছিল লাবণ্য। তবে এ ছবির ক্যাপশনে রহস্যময়তা জুড়ে দেন তিনি। লেখেন,
এক অজানা কাঁটায় পাপড়িরা।
এর আগে রোববার (৩ জানুয়ারি) রাত ১২টার পর কেক, ফুল ও উপহারের বেশ কয়েকটি ছবি আপলোড করেন রোজা। ক্যাপশনে অবশ্য কিছু না লিখে শুধু লাল ও সাদা রঙের ভালোবাসার ইমোজি জুড়ে দেন তিনি।
আরও পড়ুন: বিবাহ বার্ষিকীতে আবেগী পোস্ট মিমের
ছবিগুলো দেখে নেটিজেনদের ধারণা প্রথম বিবাহবার্ষিকীর কেক ও উপহারের মুহূর্তের সাক্ষী ছবিগুলো। তবে ভক্তদের ভালো লাগা কয়েক মুহূর্ত না পেরোতেই রহস্যময় পোস্টে ‘অজানা কাঁটা’র প্রসঙ্গ টানেন রোজা। এতে চিন্তার ভাঁজ জমেছে তাহসান-রোজা ভক্তদের।
বিয়ের দিন তাহসান রোজার তোলা ছবি। ছবি: রোজার ফেসবুক পেজ
আরও পড়ুন: সুরেলা ব্যস্ততায় ফাহমিদা নবীর জন্মদিন
প্রসঙ্গত, ২০২৫ সালের ৪ জানুয়ারি একে অন্যকে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন তাহসান খান ও রোজা আহমেদ। রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে পারিবারিক আবহে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
]]>

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·