শেষ ম্যাচের আগে লিজেন্ডস অব রুপগঞ্জের পয়েন্ট ছিলো ১০ ম্যাচে ১৩। শেষ ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হতো ১৫। তখন গাজী গ্রুপ ক্রিকেটার্স ও রুপগঞ্জের পয়েন্ট হতো সমান।
রোববার (১৩ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলায় আগে ব্যাট করে বড় সংগ্রহ দাঁড় করায় অগ্রণী ব্যাংক। সাদমানে ৮৭, ইমরানউজ্জামানের ৫০ ও অমিত হাসানের ৫৯ রানের ওপর ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৬ রানের পুঁজি পায় অগ্রণী ব্যাংক।
আরও পড়ুন: পিএসএল অভিষেক হলো রিশাদের
জবাবে ব্যাট করতে নেমে জবাব দিতে নেমে খুব একটা ভালো শুরু পায়নি রুপগঞ্জ। শুরু ব্যাটারদের চেপে ধরেন অগ্রণী ব্যাংকের পেসার রবিউল হক। ৩৯ রান দিয়ে একাই ৪ উইকেট শিকার করেন এই বোলার।
ওপেনার সাইফ হাসান এ দিন সুবিধা করতে পারেননি। তার ব্যাট থেকে আসে মাত্র ৭ রান। তানজিদ তামিমের ব্যাট থেকে আসে ২৭। উইকেটে থিতু হয়েও ৩২ রান করে আউট হয়েছেন সৌম্য সরকার।
আরও পড়ুন: অলিম্পিকে ক্রিকেট ফিরলেও বাছাই প্রক্রিয়া নিয়ে বিপাকে আইসিসি
এ ছাড়া মাহমুদুল হাসান জয় ৩৩, আফিফ হোসেন ধ্রুব ২৯ ও অধিনায়ক আকবর আলী করেন ৩১ রান। উইকেটে থিতু হয়েও সবাই আউট হয়েছেন ৩০-এর ঘরেই। ম্যাচ জেতানো বড় কোনও ইনিংস খেলতে পারেননি কোনও ব্যাটারই।
শেষ পর্যন্ত ৪০.১ ওভারে ২১৭ রানেই অলআউট হয়ে যায় লিজেন্ডস অব রুপগঞ্জ। অগ্রণী ব্যাংকের হয়ে আরিফ আহমেদ ও শহিদুল নেন দুটি করে উইকেট।
]]>