রুটির দোকানের বাইরে ক্ষুধার্ত গাজাবাসীদের হুটোপুটি

১ দিন আগে
ময়দার ঘাটতি ও খাদ্য সামগ্রীর অভাবের কারণে কয়েক দিন বন্ধ থাকার পর গাজা ভূখণ্ডের কিছু রুটির দোকান  পুনরায় খুলেছে। বৃহস্পতিবার, ২১ নভেম্বর। একটি রুটি দোকানের সামনে  বিশাল জনতার চিৎকার, ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কি। তারা নিজেদের ভাগের রুটির টুকরোটুকু সংগ্রহ করতে মরিয়া হয়ে পড়েছে।  চলতি সপ্তাহের শুরুর দিকে দেইর আল-বালাহতে ময়দার ঘাটতি ও একটি গুরুত্বপূর্ণ রুটির কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ইতোমধ্যে বেহাল দশায় পৌঁছানো খাদ্য-পরিস্থিতি আরও সংকটে পড়েছে। এই পরিস্থিতিতে ফিলিস্তিনিরা ন্যূনতম পরিমাণ খাদ্য সংগ্রহের জন্য লড়াই করছে যাতে তাদের পরিবারগুলি বেঁচে থাকতে পারে। (রয়টার্স) গত বছরের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর হামাস-ইসরায়েল যুদ্ধের সূচনা হয়।⁣ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের পাল্টা আক্রমণ ও বোমাবর্ষণ ৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের সিংহভাগ নারী এবং শিশু।⁣ যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।⁣ আরও পড়ুন: https://www.voabangla.com/a/7872142.html বিস্তারিত জানার জন্য আমাদের বায়ো বা আমাদের সম্পর্কে বর্ণনার জায়গাটি দেখুন।
সম্পূর্ণ পড়ুন