রিয়ালের স্বস্তির জয়ে গলার কাঁটা এমবাপ্পের লাল কার্ড

৬ দিন আগে
আর্সেনালের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের বড় হারের ধাক্কা সামলে খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। লা লিগায় এখন প্রতিটা লড়াই তাদের জন্য বাঁচা-মরার। এমন ম্যাচের একাদশে ভিনিসিউস জুনিয়রকে বেঞ্চে বসিয়ে দল নামালেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। প্রথমার্ধে গোলের দেখা পাওয়ায় চাপ কমলো। কিন্তু তখনই নতুন বিপদ হয়ে এলো কিলিয়ান এমবাপ্পের লাল কার্ড। দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখল প্রতিপক্ষ আলাভেসেরও একজন। এমন ঘটনাবহুল ম্যাচের শেষে হাসি ফুটল লস ব্লাঙ্কোদের মুখেই।

রোববার (১৩ এপ্রিল) মেন্দিজোরোজায় স্বাগতিক দেপোর্তিভো আলাভেসকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে ম্যাচের একমাত্র গোলটি আসে এদুয়ার্দো কামাভিঙ্গার পা থেকে।


এদিন ম্যাচের প্রথমার্ধে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ফলে ম্যাচের বেশিরভাগ সময় ১০জন নিয়ে খেলেছে রিয়াল। দ্বিতীয়ার্ধে লাল কার্ড পান আলাভেসের মানু সানচেজ।


এই জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান  ফের ৪ পয়েন্টে নামিয়ে আনলো আনচেলত্তির শিষ্যরা। ৩১ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে ৬৬ পয়েন্ট রিয়ালের। সমান ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৭০ পয়েন্ট।


টানা দ্বিতীয় ম্যাচে ১০জনের দল নিয়ে খেলতে হলো রিয়াল মাদ্রিদকে। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আর্সেনালের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন কামাভিঙ্গা। চলতি মৌসুমে সব মিলিয়ে পঞ্চমবারের মতো ১০জনের দলে পরিণত হতে হয়েছে রিয়ালকে।


আরও পড়ুন: বদলি নেমে সাঞ্চো বাঁচালেন চেলসির মান, চাকরি বাঁচানো দায় টটেনহ্যামের কোচের


ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে আধিপত্য দেখিয়েছে আলাভেস। বলের দখল থেকে শুরু করে গোলে শট নেয়ায় এগিয়ে ছিল স্বাগতিকরা। আলাভেস ১৩টি শট নিয়ে ৬টি শট লক্ষ্যে রাখতে পেরেছে। অন্যদিকে রিয়াল ১১ শট নিয়ে ৪টি শট লক্ষ্যে রাখতে পারে।


ভিনিসিউসকে বেঞ্চে রেখে এদিন রদ্রিগোকে বাঁ প্রান্তে নামান আনচেলত্তি। বেঞ্চে ছিলেন জুড বেলিংহ্যামও। একাদশে সুযোগ পেয়েছেন আর্দা গুলার। তাতে রিয়ালের খেলায় প্রথমার্ধে বেশ ধার লক্ষ্য করা গেছে।


২০ মিনিটে আলাভেসের জালে বল পাঠায় রিয়াল। রদ্রিগোর নেয়া কর্নার থেকে রাউল অ্যাসেন্সিও বল জালে পাঠিয়ে গোলের উল্লাসে মাতেন। কিন্তু ভিএআরে যাচাই করে রেফারি গোল বাতিল করে দেন। রিপ্লেতে দেখা যায়, গোলের আগে রুডিগার আলাভেসের গোলরক্ষককে বাধা দিয়েছেন।


৩৪ মিনিটে ডেডলক ভাঙেন কামাভিঙ্গা। এদিন মিডফিল্ডে সুযোগ পাওয়া এই ফরাসি ভালভার্দের পাস থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে রিয়ালকে এগিয়ে দেন।


গোলের ৪ মিনিট পরেই বড় ধাক্কা খায় রিয়াল। প্রতিপক্ষের মিডফিল্ডার ব্লাঙ্কোকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে বিপজ্জনক ফাউল করে বসেন। রেফারি ভিএআর দেখে সরাসরি লাল কার্ড দেখান তাকে। ফলে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। 



১০জনের দলে পরিণত হওয়া রিয়ালকে চেপে ধরে আলাভেস। রিয়ালের কোচ আনচেলত্তি একে একে ভিনিসিউস ও বেলিংহ্যামকে নামান। এর কিছুক্ষণ পরে আলাভেসও ১০জনের দলে পরিণত হয়।


আরও পড়ুন: মেসিদের লিগে ইঁদুরকাণ্ড, এক মিনিটের বেশি বন্ধ ছিলো খেলা


ভিনিসিউসকে মারাত্মক ফাউল করায় মানু সানচেজ সরাসরি লাল কার্ড দেখেন। ফলে দুই দলের খেলোয়াড় সংখ্যায় সমতা আসে।


তবে লাল কার্ডের সংখ্যা আরও বাড়তে পারত। কামাভিঙ্গা ও লুকাস ভাসকেস প্রতিপক্ষের খেলোয়াড়কে বিপজ্জনকভাবে আটকাতে গিয়ে হলুদ কার্ড দেখেন।


শেষদিকে ভিনিসিউস-বেলিংহ্যামের যুগপৎ আক্রমণে দ্বিতীয় গোল প্রায় পেয়ে গিয়েছিল রিয়াল। কিন্তু বেলিংহ্যাম সরাসরি গোলরক্ষকের হাতে মেরে সুযোগ নষ্ট করেন।


৩১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোন থেকে মাত্র ১ পয়েন্ট ওপরে আলাভেস। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন