রিয়ালের বিপক্ষে হারের দায় নিজের কাঁধে নিলেন গার্দিওলা

৪ সপ্তাহ আগে
এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে যাওয়ায় হতাশ পেপ গার্দিওলা। তবে ফুটবলারদের নন, ভাগ্যকেই দুষলেন ম্যানচেস্টার সিটির কোচ। এদিকে, রোমাঞ্চকর ম্যাচের ফলাফল নিয়ে সন্তুষ্ট কার্লো আনচেলত্তি। তবে, তার মতে আরও গোল করার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। দ্বিতীয় লেগের চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত হচ্ছেন মাদ্রিদ বস।

একেই হয়তো বলে তীরে এসে তরী ডোবা। এতিহাদে ৮০ মিনিট পর্যন্ত মনে হচ্ছিল জয় পাবে ম্যানচেস্টার সিটিই। তবে, প্রতিপক্ষ যখন রিয়াল মাদ্রিদ, শেষ ১০ মিনিটই তো সব বদলে যাওয়ার জন্য যথেষ্ট। আবারও প্রত্যাবর্তনের গল্প লিখেছে রিয়াল। হতাশায় ডুবিয়েছে সিটিজেনদের। সঙ্গে পেপ গার্দিওলাকে ফেলেছে বড় দুশ্চিন্তায়।

 

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও আর্লিং হলান্ডের গোলে দ্বিতীয়বারের মতো লিড পেয়েছিল ম্যানসিটি। তবে, ব্রাহিম দিয়াজের পর যোগ করা সময় বেলিংহ্যামের গোলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

 

হার স্বাভাবিকভাবে কষ্টের। তবে, এমন হার কষ্টটা বাড়িয়ে দেয় কয়েকগুণ। সিটিজেনদের সঙ্গে এমনটা হয়েছে আগেও। চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং লিসবন, প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ড, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও শেষ মুহূর্তে গোল হজম করে আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি।

 

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘আমরা নিজেরাই সুযোগ হারিয়েছি। এভাবে এগিয়ে গিয়ে হেরে যাওয়া সত্যিই হতাশাজনক। দুর্ভাগ্যবশত এটা প্রথমবার নয়। এর আগে চ্যাম্পিয়ন্স লিগ কিংবা প্রিমিয়ার লিগেও আমাদের সঙ্গে এমন অনেকবার হয়েছে। এর জন্য আমি কাউকে দোষ দিচ্ছি না। আমি নিজেই এর জন্য দায়ী। আশা করছি পরের লেগে ঘুরে দাঁড়াব।’

 

আরও পড়ুন: সিটির মাঠে রিয়ালের নাটকীয় জয়

 

যদিও ম্যাচে একাধিক সুযোগ মিস করেছে রিয়াল মাদ্রিদ। প্রথম ১৫ মিনিটে ভিনি, এমবাপ্পে, মেন্দি; সুযোগ পেয়েও বল জালে জড়াতে পারেননি। এরপরও আরও বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে লস ব্ল্যাঙ্কোস। যদিও শেষ পর্যন্ত পেয়েছে স্বস্তির জয়। তবে, মাদ্রিদ বসের মতে ফিরতে লেগে মাঠে নামার আগে প্রস্তুতি নিতে হবে আরও অনেক বেশি।

 

আনচেলত্তি বলেন, ‘ফলাফল নিয়ে আমাদের খুশি থাকা উচিত। ম্যাচে আমরা অনেক সুযোগ পেয়েছিলাম। তবে, সত্যি বলতে সিটিও দুর্দান্ত খেলেছে। আমাদের ঠিকঠাক আক্রমণ করতে দেয়নি। তাই এ বিষয় মাথায় রেখে দ্বিতীয় লেগের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আর এ ম্যাচের রেজাল্ট আত্মবিশ্বাস জোগাবে।’

 

আরও পড়ুন: আল নাসরের সঙ্গে চুক্তি বাড়ছে রোনালদোর

 

সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী ১৯ ফেব্রুয়ারি প্লে-অফের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। 

]]>
সম্পূর্ণ পড়ুন