রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ পেলো জুভেন্টাস

১ সপ্তাহে আগে
ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সৌদি ক্লাব আল হিলালের কাছে হোঁচট খায় রিয়াল মাদ্রিদ। তবে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েই রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা। ২ জুলাই জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে মাদ্রিদের এই দল। অন্যদিকে একের পর মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেলো ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। অ্যাঙ্কেলে চোট পেয়ে ছিটকে গেছেন ডিফেন্ডার নিকোলো সাভোনা।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে নকআউট পর্ব আগেই নিশ্চিত করেছিলো জুভেন্টাস। নিজেদের শেষ ম্যাচটা ছিলো সিটির বিপক্ষে, স্থান নির্ধারণের। আর সেই ম্যাচেই ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৫-২ গোলে বিধ্বস্ত হয় ইতালিয়ান জুভেন্টাস। 

 

আরও পড়ুন: ক্লাব বিশ্বকাপের ধারণাকে নিকৃষ্ট বলে আখ্যায়িত করলেন ক্লপ

 

ঐ ম্যাচের ৬০তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ইতালিয়ান ডিফেন্ডার সাভোনা। পরদিন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের বাকি অংশে আর খেলতে পারবেন না তিনি।  

 

গ্রুপ পর্বে দলের তিন ম্যাচেই শুরুর একাদশে ছিলেন ২২ বছর বয়সী সাভোনা। পরীক্ষায় তার বাঁ পায়ের লিগামেন্টে বেশ গুরুতর চোট ধরা পড়েছে। ইতোমধ্যে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। মাসখানেক পর তার অবস্থা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে ক্লাবটি। 

 

আরও পড়ুন: গ্রুপ পর্ব শেষে কোন ক্লাবের আয় কত?

 

ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে দাপুটে সিটির সামনে জুভেন্টাসকে ছোট দল বলেই মনে হচ্ছিল। ম্যাচে ৭৭ শতাংশ বলের দখল রেখে ২৪টি শট নিয়ে ১১ টি লক্ষ্যে রাখে সিটি। বিপরীতে ২৩ শতাংশ বলের দখল রাখা জুভেন্টাস ৫টি শট নিয়ে লক্ষ্যে রাখে মাত্র ২টি। 

 

আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় ৬৬ বছর পর ৫ বা তার বেশি গোল হজম করল জুভেন্টাস। সর্বশেষ ১৯৫৮-৫৯ সালে অস্ট্রিয়ান ক্লাব ভিনারের বিপক্ষে ৭-০ গোলে হেরেছিল তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন