জন্মদিনের দিনই জীবনের সবচেয়ে বড় উপহার। রিয়াল মাদ্রিদের জার্সি হাতে পেলেন আর্জেন্টিনার ১৮ বছরের তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের হাত থেকে জার্সি তুলে নেন এই তরুণ। শুরু হলো এক স্বপ্নপূরণের গল্প। তবে, নিজের স্বপ্ন পূরণের দিন রিয়াল সমর্থকদের একতা বড়সর ধাক্কা দিলেন এই তরুণ মিডফিল্ডার। মাদ্রিদে বসে শোনালেন লিওনেল মেসির বন্দনা।
রিভার প্লেট ছেড়ে ৬ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদের যোগ দিয়েছেন মাস্তানতুয়োনো। ইতিহাসের সেরা ক্লাবে খেলাটা ছিলো অনেকদিনের স্বপ্ন। কোচ শাবি আলোনসোর প্রতি কৃতজ্ঞ ১৮ বছর বয়সি এই আর্জেন্টাইন।
রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো বলেন, 'আমি ভীষণ খুশি, এমন আনন্দ অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা সবসময়ই আমার স্বপ্ন ছিল, আর আজ সেই স্বপ্ন পূরণ হচ্ছে, তাও আবার জন্মদিনে। এটা সত্যিই আমার কাছে অনেক বড় পাওয়া। কোচকে ধন্যবাদ জানাই তিনি আমার ওপর আস্থা রেখেছেন।'
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদে আমার ছাপ রাখতে এসেছি: আর্জেন্টাইন তরুণ মাস্তানতুয়োনো
আর্জেন্টাইন ফুটবলার প্রথম সংবাদ সম্মেলনেই আলোচনার জন্ম দিলেন মেসি প্রসঙ্গে। তার কাছে মেসি-ই বিশ্বসেরা। বের্নাব্যুয়ের ইতিহাসে এমনটা বিরল। মাদ্রিদে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা তারকাদের কারো নামই শোনা যায় না খুব একটা। সেখানে এমন প্রশংসা বাক্য অবাক করেছে সবাইকে।
আর্জেন্টাইন এই তরুণ বলেন, 'আমার কাছে মেসি-ই বিশ্বের সেরা ফুটবলার। ডি স্টেফানোর মতো অন্যদের আমি দেখিনি, আমি তাদের অনেক শ্রদ্ধা করি। তবে, আমার কাছে রিয়াল মাদ্রিদই ইতিহাসের সেরা ক্লাব। আমি এখানে নিজের পথ তৈরি করতে চাই, যাতে রিয়াল মাদ্রিদের সমর্থকরা আমার মাঠের পারফরম্যান্সে অনেক বেশি খুশি হন।'
জন্মদিনে এক সঙ্গে অনেক কিছুই পেলেন এই আর্জেন্টাইন। এখন অপেক্ষায় মাঠে প্রমাণের। ২০ আগস্ট ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে রিয়াল। সে ম্যাচে অভিষেক হতে পারে মাস্তানতুয়োনোর।