রিয়ালে মার্সেলোর জার্সি পেলেন অ্যালেক্সান্ডার-আর্নল্ড

৩ সপ্তাহ আগে
যুব থেকে সিনিয়র পর্যায়, ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড সব সময় ‘৬৬’ নম্বর জার্সি পরে খেলেছেন। এটা থেকেই বোঝা যায়, নম্বরটি তার কতটা প্রিয়! ইংলিশ ফুটবলার সেই প্রিয় সংখ্যাটি নতুন ঠিকানা রিয়াল মাদ্রিদে পাচ্ছেন না।

সপ্তাহ দুই আগে আর্নল্ডকে কেনার ব্যাপারে রিয়াল মাদ্রিদ লিভারপুলের সঙ্গে চুক্তি করেছে। মাসখানেক পরে কিনলে তার জন্য এক টাকাও খরচা হতো না স্প্যানিশ ক্লাবটির, চুক্তির মেয়াদ বাকি থাকায় ১৬৫ কোটি টাকা গুনতে হয়েছে তাদের। দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে ৬ বছরের, অর্থাৎ ২০৩০ সালের জুন নাগাদ মাদ্রিদের ক্লাবটিতে থাকবেন ২৬ বছর বয়সি তারকা।


আজ স্বাস্থ্য পরীক্ষা হয়েছে আর্নল্ডের। পরীক্ষা শেষে ভালদেবেবাসে তাকে সংশ্লিষ্টদের সঙ্গে পরিচয় করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। পরিচিতি পর্বে পুরোটা সময় স্প্যানিশ ভাষায় বক্তব্য দিয়েছেন তিনি। কখনও ইংল্যান্ডের বাইরের ক্লাবে না খেলা আর্নল্ডের বক্তব্য শুনে তাই অবাক বনে যান উপস্থিতরা। আর্নল্ড বলেছেন, রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে তার স্বপ্ন সত্যি হয়েছে। অন্যদিকে দলটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ তাকে কিংবদন্তি বলে আখ্যা দিয়েছেন।


আরও পড়ুন: ক্লাব বিশ্বকাপের পর এসি মিলানে যোগ দেবেন মদ্রিচ


স্প্যানিশ ক্লাবটিতে ৬৬ নম্বর জার্সি পাচ্ছেন না আর্নল্ড। লিগের নিয়ম অনুযায়ী, ফার্স্ট টিমের সদস্যদের জার্সি নম্বর ১ থেকে ২৫ এর মধ্যে হতে হবে। আর্নল্ডকে তাই দেওয়া হয়েছে ১২ নম্বর জার্সি। অতীতে এই জার্সিটি পরে খেলেছেন লেফটব্যাক মার্সেলো। লিভারপুলে আর্নল্ডের জার্সির পেছনে লেখা থাকতে ‘অ্যালেক্সান্ডার-আর্নল্ড’। রিয়াল মাদ্রিদে জার্সির নম্বরের পাশাপাশি নামও বদলে গেছে, ‘অ্যালেক্সান্ডার-আর্নল্ড’-এর পরিবর্তে এখন থেকে কেবল ‘ট্রেন্ট’ লেখা থাকবে।


আর্নল্ড ২০০৪ সালে ৬ বছর বয়সে মার্সিসাইডের ক্লাবটিতে যোগ দেন। ২০১৬ সালে সিনিয়র দলে অভিষেক হয় এই ডিফেন্ডারের। সিনিয়র দলের হয়ে এখন পর্যন্ত ৩৫৪টি ম্যাচে ২৩টি গোল করেছেন তিনি। সহায়তা করেছেন ৯২ গোলে। লিভারপুলের হয়ে তিনি দুবার করে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ, একবার করে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও ইংলিশ সুপার কাপ জিতেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন