গুঞ্জনটা ছিল আগে থেকেই, অবশেষে সত্যি হলো সেই গুঞ্জন। গত রোববার (১১ জানুয়ারি) রাতে বার্সেলোনার বিপক্ষে হারের পরদিন শাবি আলোনসোর বিদায়ের খবর জানায় রিয়াল মাদ্রিদ। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, দুই পক্ষের সমঝোতায় ক্লাব ছেড়েছেন শাবি আলোনসো।
বায়ার লেভারকুজেনের কোচ হিসেবে অবিশ্বাস্য সাফল্যের পর গত জুনে তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেন আলোনসো। ক্লাবের সাবেক এই মিডফিল্ডারের কোচিংয়ে ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে বিদায়ের পর নতুন মৌসুমে শুরুটা ভালো করে রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ১৪ ম্যাচের ১৩টিই জেতে তারা।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ জিতে পিএসজি পেল ২০৫৮ কোটি, বাকিরা কত পেল
কিন্তু এরপরই ছন্দপতন হয় লস ব্লাঙ্কোসদের। মাঝে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচের মধ্যে কেবল দুটিতে জয় পেয়েছে তারা, ঘরের মাঠে হারে টানা দুই ম্যাচে। তাতে চাপ বাড়ে আলোন্সোর ওপর। তার ছাঁটাই হওয়ার গুঞ্জনও ডালপালা মেলতে শুরু করে।
পরে অবশ্য ঘুরে দাঁড়ায় রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়ের পর গত রোববার সুপার কাপের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হয় তারা। আর সেই ক্লাসিকোয় হারেই মূলত আলোন্সোর বিদায়ঘণ্টা বেজে যায়।
আরও পড়ুন: বাংলাদেশের পর ফিফা বিশ্বকাপ ট্রফির পরবর্তী গন্তব্য কোথায়
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের সংবাদ সম্মেলনেও উঠে আলোনসোর বিদায়ের প্রসঙ্গ। আলোন্সোর বিদায়ে অবাক হয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটাই ফুটবল, আর এটা আমার কথা বলার বিষয় নয়। আমি যা বলতে পারি তা হলো, শাবির (আলোন্সো) সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। লেভারকুজেনে আমরা দেখা করেছি এবং যোগাযোগ রেখেছি। তার জন্য শুভকামনা জানাই।’
হান্সি ফ্লিক আরও বলেন, ‘আমি নিশ্চিত, সে ও তার কোচিং স্টাফরা শিগগিরই দারুণ প্রকল্প হাতে নেবে। এটাই ফুটবল, আমাদের এগিয়ে যেতে হবে। তবে সে দারুণ একজন কোচ এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল।’
]]>
২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·