বান্দরবানের লামা উপজেলার শিলেরতুয়া এলাকা থেকে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও অপহরণের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) রাতে লামা পৌরসভার শিলেরতুয়া মুইংতং রিসোর্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- লামা পৌরসভার পশ্চিমপাড়া এলাকার জসিমের ছেলে মাহি (১৮) ও একই পৌরসভার শিলেরতুয়া নয়াপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে হাসান মাহমুদ (২২)।
জানা যায়, গ্রেফতার মাহি গত মঙ্গলবার (৮... বিস্তারিত