‘রিকশা গার্ল’-র নির্বাহী প্রযোজক আসাদুজ্জামান সকালের ক্রিটিক অ্যাওয়ার্ড জয়

১ মাস আগে
টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) অ্যাওয়ার্ডস ২০২৫-এ ক্রিটিক অ্যাওয়ার্ড অর্জন করেছেন ‘রিকশা গার্ল’ ছবির নির্বাহী প্রযোজক আসাদুজ্জামান সকাল।

২৬তম ট্র্যাব অ্যাওয়ার্ডে কাহিনি বলার অনন্য দক্ষতা এবং সাংস্কৃতিক গভীরতা ফুটিয়ে তোলায় আসাদুজ্জামান সকালকে রোববার (৯ ফেব্রুয়ারি) এই স্বীকৃতি দেয়া হয়।

 

অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রটি বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের এক তরুণী রিকশা চিত্রশিল্পীর সংগ্রাম ও সহনশীলতার গল্প। এ সিনেমায় বাংলাদেশের জীবনযাত্রার বাস্তব চিত্র ফুটে ওঠায় সমালোচকমহলে প্রশংসিত হয়।

 

বাংলাদেশি সিনেমাকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে উন্নীত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ সকাল মনে করেন, চলচ্চিত্র এমন হওয়া উচিত যা প্রেরণা দেয়ার পাশাপাশি শেখায় এবং বিনোদন দেয়।

 

পুরস্কার গ্রহণের পর আসাদুজ্জামান সকাল বলেন,‘রিকশা গার্ল’ এমন একটি গল্প যা সাধারণ মানুষের হৃদয়-মনের প্রতিফলন। এ সিনেমার জন্য ট্র্যাব থেকে স্বীকৃতি পেয়ে আমি খুবই সম্মানিত বোধ করছি।

 

আরও পড়ুন: মেহদীর সঙ্গে অভ্রর জন্য একুশে পদক পাচ্ছেন তার ৩ বন্ধু

 

আসাদুজ্জামান সকাল আরও বলেন, আমি গর্বিত যে আমি এমন একটি প্রকল্পের অংশ হতে পেরেছি যা আমাদের সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সংযুক্ত। এই পুরস্কারটি শুধু একটি ব্যক্তিগত অর্জন নয় বরং পুরো টিমের কঠোর পরিশ্রম ও আবেগের অর্জন।

 

আরও পড়ুন: কন্টেন্ট ক্রিয়েটরদের আমিরাতের ১০ হাজার গোল্ডেন ভিসার ঘোষণা, যেভাবে পাবেন?

 

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) আয়োজিত ‘ট্র্যাব অ্যাওয়ার্ডস’ টেলিভিশন ও চলচ্চিত্র জগতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়। সৃজনশীল ব্যক্তি হিসেবে সকালের এই জয় বাংলাদেশি চলচ্চিত্রে তার প্রভাব আরও দৃঢ় করবে বলে মনে করছেন সম্মাননা কর্তৃপক্ষ।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন