‘ফসলি জমি বিক্রি কইরা আর সুদে পাঁচ লাখ টাকা ঋণ কইরা আমার আদরের পোলা ইয়াসিনরে বিদেশ পাঠাইলাম সংসারের ভালো হইবো কইরা। আমার হেই পোলা রাশিয়ার সেনাদলে যোগ দিয়া যুদ্ধে মারা গেছে। এখন আমগোর সংসার চলবো কেমনে আর ঋণের টাকা দিমু কেমনে। ইউনূস সরকারের কাছে একটাই দাবি, আমার পোলার লাশটা দেশে আনুক- আর আমি পোলার মুখটা একবার দেখবার চাই।’
বিছানায় শুয়ে আহাজারি করতে করতে এই কথাগুলো বলছিলেন রাশিয়ার... বিস্তারিত