রাশিয়ার মধ্যাঞ্চলে ওরিয়ল অঞ্চলে জ্বালানি সংরক্ষণের জন্য ব্যবহৃত অবকাঠামোতে আঘাত হেনেছে ইউক্রেনের একাধিক ড্রোন; এতে আগুন ছড়িয়ে পড়ে ও বহু ঘরের জানালা চুরমার হয়ে গেছে বলে শনিবার সকালে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর।১৪ ডিসেম্বর।
ইউক্রেনের সামরিক বাহিনীর ব্লগে প্রকাশিত ভিডিওতে একটি অবকাঠামোতে আগুনের লেলিহান শিখা দেখা গেছে যাকে জ্বালানি সংরক্ষণের জন্য ব্যবহৃত স্থাপনা হিসেবে অভিহিত করা হয়েছে।
রাশিয়ার অন্যান্য অঞ্চলেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। (রয়টার্স)