রাশিয়া রবিবার বলেছে, ইউক্রেন রাশিয়ার কুর্স্ক অঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে। তারা দাবী করেছে তাদের বাহিনী ইউক্রেনীয় সৈন্যদের হটিয়ে দিয়েছে, তবে সামাজিক মাধ্যমে রুশ ব্লগারদের পোস্ট ইঙ্গিত দিয়েছে যে মস্কোর বাহিনী উল্লেখযোগ্য চাপের মধ্যে আছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে, কিয়েভ বাহিনী “দুটি ট্যাঙ্ক, একটি মাইন-বিরোধী যান এবং প্যারাট্রুপার সহ ১২টি সাঁজোয়াযান” নিয়ে বেরদিন গ্রামের দিকে হামলা চালায়। তারা বলে, দুই দফা ইউক্রেনীয় হামলা প্রতিহত করা হয়।
ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা অ্যান্দ্রি ইয়েরমাক বলেন যে, কুর্স্ক থেকে “ভাল খবর” আছে এবং রাশিয়ার যা “প্রাপ্য তাই পাচ্ছে।” ইউক্রেনের সরকারী সেন্টার এগেইন্সট ডিসইনফরমেশন-এর প্রধান অ্যান্দ্রি কোভালেনকো সামাজিক মাধ্যম টেলিগ্রামে বলেন, রুশ সৈন্যদের কয়েকদিক থেকে আক্রমণ করা হয়।
মস্কো বলে তাদের “আর্টিলারি এবং নর্থ গ্রুপের বিমান বাহিনী ইউক্রেনীয় সামরিক বাহিনীর আক্রমণ পরাজিত” করেছে। তবে, খবরের ভাষ্য অনুযায়ী লড়াই-এর ফলাফল নিশ্চিত নয়।
ইউক্রেনের কোভালেনকো টেলিগ্রামে বলেন যে এলাকায় তাদের “প্রতিরক্ষা বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে।”
“কুর্স্ক অঞ্চলে, রাশিয়ানরা খুবই উদ্বিগ্ন কারণ তাদের কয়েকদিক থেকে আক্রমণ করা হয় যা তাদের জন্য অপ্রত্যাশিত ছিল,” তিনি বলেন।
ইউক্রেন এবং পশ্চিমারা বলে যে রাশিয়া কুর্স্ক অঞ্চলে উত্তর কোরিয়ার ১১,০০০ সৈন্য মোতায়েন করেছে। তবে মস্কো কোরিয়ানদের উপস্থিতি নিশ্চিতও করেনি, আবার নাকচও করে দেয়নি।
ইউক্রেন ৬ অগাস্ট এই অঞ্চল দখল করে। রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে এলাকা দখল করেছে এবং এই মুহূর্তে ইউক্রেনের ২০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। ইউক্রেন যদি কুর্স্ক অঞ্চলে দখল করা জায়গা ধরে রাখতে পারে, তাহলে ভবিষ্যতে রাশিয়ার সাথে কোন শান্তি আলোচনায় দরকষাকষির গুটি হিসেবে ব্যবহার করতে পারবে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন ২০ জানুয়ারি তাঁর অভিষেকের আগেই তিনি রুশ-ইউক্রেন সংঘাতের অবসান ঘটাবেন। তবে তিনি বলেননি সেটা কীভাবে করবেন, এবং আগামী দিনগুলোতে কোন মীমাংসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসে তাঁর বার্ষিক ফোন-ইন অনুষ্ঠানে বলেন, রাশিয়া ইউক্রেনকে কুর্স্ক অঞ্চল থেকে হটিয়ে দেবে, তবে তিনি এ’ব্যাপারে কোন দিন-তারিখ ঘোষণা করেননি।
এই রিপোর্টের কিছু অংশ এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।