রাশিয়া থেকে ভারতের তেল কেনা বন্ধের খবরে কী বললেন ট্রাম্প?

১ সপ্তাহে আগে
রাশিয়া থেকে ভারতের তেল কেনা বন্ধের খবর সত্যি হলে এটিকে ভালো পদক্ষেপ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি বুঝতে পারছি যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। আমি এটাই শুনেছি, সত্য কিনা জানিনা। যদি এটি সত্যি হয় তাহলে এটি একটি ভালো পদক্ষেপ। দেখা যাক কী হয়।’

 

রাশিয়া থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনায় সম্প্রতি ওয়াশিংটন ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে। এমন সময় এই মন্তব্য করলেন ট্রাম্প।

 

গত শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির পর ভারতের রাষ্ট্রায়ত্ত চারটি সংস্থা রাশিয়া থেকে আপাতত খনিজ তেল কেনা বন্ধ রেখেছে। তবে এ প্রতিবেদনে সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি। রাষ্ট্রায়ত্ত ওই সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারেনি বার্তা সংস্থাটি।

 

আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ট্রাম্পের অভিযোগের জবাবে যা বলল ভারত

 

এদিকে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ভারত। শুক্রবার (১ আগস্ট) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘বিভিন্ন দেশের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক সেসব দেশের নিজ নিজ যোগ্যতার ভিত্তিতে হয়। একে তৃতীয় কোনো দেশের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়। ভারত ও রাশিয়া সম্পর্কের ক্ষেত্রে বলতে পারি, আমাদের মধ্যে একটি স্থিতিশীল ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ অংশীদারিত্ব রয়েছে।’

#WATCH | "I understand that India is no longer going to be buying oil from Russia. That's what I heard, I don't know if that's right or not. That is a good step. We will see what happens..." says, US President Donald Trump on a question by ANI, if he had a number in mind for the… pic.twitter.com/qAbGUkpE12

— ANI (@ANI) August 1, 2025

রাশিয়া থেকে জ্বালানি এবং সামরিক সরঞ্জাম আমদানির কারণে চলতি সপ্তাহে ভারতের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্কের পাশাপাশি অতিরিক্ত জরিমানাও চাপানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। এছাড়া ভারত ও রাশিয়ার সম্পর্ক নিয়েও বেশ কিছু বিরূপ মন্তব্য করেছেন তিনি।

 

আরও পড়ুন: রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর ট্রাম্পের ‘ক্ষোভ’ নিয়ে যা বললেন রুবিও

 

দুই দেশের অর্থনীতিকে তিনি ‘মৃত অর্থনীতি’ বলেও অভিহিত করেছেন। গত বুধবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, ‘ভারত রাশিয়ার সঙ্গে কী করছে, তা আমি পরোয়া করি না। তারা চাইলে একসঙ্গে তাদের মৃত অর্থনীতি ধ্বংস করুক- আমি কিছুই মনে করব না।’

 

ট্রাম্পের মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, `ভারত ও যুক্তরাষ্ট্রের একটি বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে, যা অভিন্ন স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের মধ্যকার দৃঢ় সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই অংশীদারিত্ব বহু পরিবর্তন ও চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। আমাদের দুই দেশ যে বাস্তবভিত্তিক এজেন্ডার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা তা নিয়ে এগিয়ে যাচ্ছি। এবং এই সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আমরা আত্মবিশ্বাসী।'

 

সূত্র: এনডিটিভি

]]>
সম্পূর্ণ পড়ুন