রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক শীর্ষ শ্রেয়ানের উদ্যোগে নেদারল্যান্ডস থেকে দুই হাজার ৫০০ ভায়াল অ্যাল্টেপ্লেস ইনজেকশন এসেছে। তার প্রচেষ্টায় এ অঞ্চলের কমপক্ষে ৫০০ রোগী এবার বিনামূল্যে এই ওষুধটি পাবেন। শীর্ষ শ্রেয়ান ৬১ ব্যাচের শিক্ষার্থী। তিনি গবেষণাও করছেন। ২০ আগস্ট বোহরিঙ্গার কোম্পানির ওষুধগুলো পাঠানো হয়েছে। রামেক হাসপাতালে পৌঁছেছে ২৫ আগস্ট।
মস্তিষ্কে রক্তক্ষরণ... বিস্তারিত