শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রামপুরা টিভি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত রিকশাচালকের নাম শহীদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব রামপুরার পলাশবাগ মোড় থেকে ইউটার্ন অটোরিকশাটি নিচ্ছিল। এ সময় অপর প্রান্ত থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এতে অটোচালক মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা বাসচালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করেন। দুর্ঘটনার সময় পাশে থাকা আরেকটি প্রাইভেটকারও ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় গাড়িতে আটকে ছিলেন চালক, ৯৯৯ এ কলে উদ্ধার
আহত অটোরিকশাচালক বর্তমানে মুগদা মেডিকেলে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে পুলিশ।
]]>