রাবিপ্রবিতে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া মাহফিল

৩ দিন আগে
জুলাই বিপ্লবের স্মরণে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যালি, দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই দোয়া মাহফিল করা হয়।

এর আগে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার সেখানেই এসে শেষ হয়।


এতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।


র‌্যালি শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার রক্তদান, অসংখ্য পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে যে নতুন দেশ পেয়েছি। আমরা এর মধ্যে দিয়ে নিজেরা সংশোধিত হতে চাই। এ দেশের প্রতিটি মানুষ যেন তাদের নিজ নিজ অবস্থান থেকে কথা বলতে পারেন, সেরকম পরিবেশ যেনো আমরা তৈরি করতে পারি।


আরও পড়ুন: ‘রাবিপ্রবিতে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে’


আমরা যেন দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন একটি দেশ গড়ে তুলতে পারি সেলক্ষ্যে দেশের ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও পঙ্গুত্ব বরণকারীদের সর্বোচ্চ সহযোগিতা করাতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানান। পরে জুলাই বিপ্লবে শহীদ ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন