রোববার (১৯ জানুয়ারি) দিনব্যাপী শিক্ষার্থীরা পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. এস এম কামরুজ্জামানকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন।
শিক্ষার্থী জানান, বিভাগের চূড়ান্ত পরীক্ষা না হওয়ায় তারা ৪৭ তম বিসিএসে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না। এক্ষেত্রে বিসিএসে আবেদনের জন্য এপেয়ার সার্টিফিকেট প্রয়োজন। কিন্তু পরীক্ষার ডেট না হওয়ায় এপেয়ার সার্টিফিকেটও পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাবি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
তারা আরও জানান, এজন্য দ্রুত পরীক্ষার ডেট হওয়া প্রয়োজন। এ বিষয়ে তারা বারবার পরীক্ষার রুটিন প্রকাশের দাবি জানালেও পরীক্ষা কমিটির সভাপতি কোনো ব্যবস্থা নেননি। বাধ্য হয়ে তারা আজ আন্দোলনে নেমেছেন। রুটিন প্রকাশিত না হওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না বলেও জানান তারা।