রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ দুই র‌্যাব সদস্যের বিরুদ্ধে

১ সপ্তাহে আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শাহীনকে মারধরের অভিযোগ উঠেছে দুই র‌্যাব সদস্যের বিরুদ্ধে।

সোমবার (১৮ আগস্ট) রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন ব্যক্তি শাহীনের শরীর ও পকেট তল্লাশির চেষ্টা করলে তিনি বাধা দেন। এসময় তারা তাকে মারধর করেন এবং নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দেন। এতে শাহীন আহত হন এবং দৌড়ানোর সময় তার পায়ে পেরেক ঢুকে যায়।

 

আরও পড়ুন: আন্দোলনে অনড় রাবির শিক্ষক-কর্মকর্তারা, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

 

খবর পেয়ে শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে দুই অভিযুক্তকে ঘেরাও করে প্রক্টর অফিসে নিয়ে যায়। পরে র‌্যাবের এক কর্মকর্তা আলোচনায় বসে অভিযুক্তদের বরখাস্তের আশ্বাস দেন। তবে এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শাহীনের চিকিৎসা খরচ বাবদ তাকে ১০ হাজার টাকা দেয়া হয়।

 

রাবি প্রক্টর ড. মো. মাহবুবর রহমান জানান, শিক্ষার্থীদের অভিযোগ ছিল মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি নিশ্চিত না হলেও র‌্যাব সদস্যদের আচরণ অনভিপ্রেত ছিল। আলোচনার মাধ্যমে ঘটনাটি মীমাংসা করা হয়েছে এবং আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন