রাফিনিয়ার পঞ্চম হওয়াটা হাস্যকর: নেইমার

১ সপ্তাহে আগে
এবারের ব্যালন ডি'অরের সম্ভাব্য বিজয়ী হিসেবে ওসমান দেম্বেলে ও লামিনে ইয়ামালের সঙ্গে আলোচনায় ছিলেন রাফিনিয়াও। গত মৌসুমে বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ে গোল-অ্যাসিস্টে সবচেয়ে বেশি অবদান এই ব্রাজিলিয়ানই রেখেছিলেন। ব্যালন ডি'অরের লড়াইয়ে দেম্বেলে ও ইয়ামাল প্রথম ও দ্বিতীয় হিসেবে শেষ করলেও রাফিনিয়ার অবস্থান অনেককেই বিস্মিত করেছে। পঞ্চম হয়েছেন ব্রাজিলের এই উইঙ্গার।

গতরাতে (২২ সেপ্টেম্বর) প্যারিসের থিয়েটার দু শাতলেতে ব্যালন ডি'অর সেরেমনিতে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ওসমান দেম্বেলে। বার্সেলোনার উইঙ্গার লামিনে ইয়ামালকে পেছনে ফেলে পিএসজির এই ফরাসি তারকা প্রথমবারের মতো ব্যালন ডি'অর জিতলেন। ইয়ামালের পাশাপাশি বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়াও ছিলেন ফেবারিটের তালিকায়। তবে সেরা তিনেও জায়গা হয়নি তার। পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া তৃতীয় ও লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ চতুর্থ হয়েছেন।


সেরা তিনে রাফিনিয়াকে না দেখে বিস্মিত হয়েছেন তার স্বদেশি সুপারস্টার নেইমার। জাতীয় দলের সতীর্থের সঙ্গে 'কৌতুক' করা হয়েছে বলে মনে করেন সান্তোসে খেলা নেইমার। ইনস্টাগ্রামে এক পোস্টে ব্রাজিল জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা লিখেছেন, 'রাফিনিয়াকে পাঁচ নম্বরে রাখাটা পুরোপুরি হাস্যকর।'


আরও পড়ুন: ব্যালন ডি’অর জিতে কোচের সঙ্গে জিদান-বেনজামাদেরও কৃতজ্ঞতা দেম্বেলের


 

🚨 « 𝗥𝗔𝗣𝗛𝗜𝗡𝗛𝗔 🇧🇷 𝟱𝗘̀𝗠𝗘, 𝗖’𝗘𝗦𝗧 𝗨𝗡𝗘 𝗕𝗟𝗔𝗚𝗨𝗘 ! » 😤

La réaction de Neymar sur la 5ème place au Ballon d’Or de son compatriote.

📲 IG pic.twitter.com/fIlGGUjMhB

— Actu Foot (@ActuFoot_) September 23, 2025


২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রাফিনিয়া দলকে ফাইনালে তুলতে না পারলেও ১২ গোল এবং ৮ অ্যাসিস্ট করে ক্লাবটির হয়ে লিওনেল মেসির গোলে অবদানের রেকর্ড ভেঙে দেন। ২০১১-১২ মৌসুমে মেসি এই প্রতিযোগিতায় ১৯ গোলে অবদান রেখেছিলেন। এক মৌসুমে বার্সার কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলে অবদানের রেকর্ড হিসেবে এটিই এতোদিন টিকে ছিল। এছাড়া লা লিগার শিরোপা পুনরুদ্ধারের পথে ১৮ গোল করে অবদান রেখেছেন এই ব্রাজিলিয়ান।


লা লিগায় এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। চলতি মাসে লিগে রিয়াল ওভেইদো এবং রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মুখোমুখি হবে কাতালানরা। এরপর চ্যাম্পিয়ন্স লিগে দেম্বেলের ক্লাব পিএসজির বিপক্ষে খেলবে বার্সা। আগামী ১ অক্টোবর হাই ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে।

]]>
সম্পূর্ণ পড়ুন