গতরাতে (২২ সেপ্টেম্বর) প্যারিসের থিয়েটার দু শাতলেতে ব্যালন ডি'অর সেরেমনিতে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ওসমান দেম্বেলে। বার্সেলোনার উইঙ্গার লামিনে ইয়ামালকে পেছনে ফেলে পিএসজির এই ফরাসি তারকা প্রথমবারের মতো ব্যালন ডি'অর জিতলেন। ইয়ামালের পাশাপাশি বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়াও ছিলেন ফেবারিটের তালিকায়। তবে সেরা তিনেও জায়গা হয়নি তার। পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া তৃতীয় ও লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ চতুর্থ হয়েছেন।
সেরা তিনে রাফিনিয়াকে না দেখে বিস্মিত হয়েছেন তার স্বদেশি সুপারস্টার নেইমার। জাতীয় দলের সতীর্থের সঙ্গে 'কৌতুক' করা হয়েছে বলে মনে করেন সান্তোসে খেলা নেইমার। ইনস্টাগ্রামে এক পোস্টে ব্রাজিল জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা লিখেছেন, 'রাফিনিয়াকে পাঁচ নম্বরে রাখাটা পুরোপুরি হাস্যকর।'
আরও পড়ুন: ব্যালন ডি’অর জিতে কোচের সঙ্গে জিদান-বেনজামাদেরও কৃতজ্ঞতা দেম্বেলের
২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রাফিনিয়া দলকে ফাইনালে তুলতে না পারলেও ১২ গোল এবং ৮ অ্যাসিস্ট করে ক্লাবটির হয়ে লিওনেল মেসির গোলে অবদানের রেকর্ড ভেঙে দেন। ২০১১-১২ মৌসুমে মেসি এই প্রতিযোগিতায় ১৯ গোলে অবদান রেখেছিলেন। এক মৌসুমে বার্সার কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলে অবদানের রেকর্ড হিসেবে এটিই এতোদিন টিকে ছিল। এছাড়া লা লিগার শিরোপা পুনরুদ্ধারের পথে ১৮ গোল করে অবদান রেখেছেন এই ব্রাজিলিয়ান।
লা লিগায় এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। চলতি মাসে লিগে রিয়াল ওভেইদো এবং রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মুখোমুখি হবে কাতালানরা। এরপর চ্যাম্পিয়ন্স লিগে দেম্বেলের ক্লাব পিএসজির বিপক্ষে খেলবে বার্সা। আগামী ১ অক্টোবর হাই ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে।