সিঙ্গাপুরে বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশের দুই সাঁতারু অ্যানি আক্তার ও সামিউল ইসলাম রাফি মোট চার ইভেন্টে অংশ নিয়েছেন। দুজনেই ১০০ মিটার ইভেন্টে নিজেদের সেরা টাইমিং করলেও আজ শনিবার ৫০ মিটারে তারা সেটা করতে পারেননি।
৫০ মিটার ফ্রি স্টাইলে অ্যানির টাইমিং হয়েছে আজ ৩১.৩৯। ১০৪ জনের মধ্যে ৯২তম হয়েছেন তিনি। তার আগের টাইমিং ছিল ৩১.০৫।
রাফি ৫০ মিটার ব্যাক স্ট্রোকে ২৭.২১ সেকেন্ডে ৬৩ জনের মধ্যে... বিস্তারিত