রান্না ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যায় প্রতিবেশীর যাবজ্জীবন

২ সপ্তাহ আগে
কুমিল্লায় রান্না ঘরে ঢুকে গৃহবধূ শানু বেগমকে (৫০) গলা কেটে হত্যার দায়ে প্রতিবেশী মো. দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩১ আগস্ট) কুমিল্লার অপরাধ দমন ট্রাইবুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এ রায় দেন।


দণ্ডপ্রাপ্ত আসামি মো. দেলোয়ার হোসেন কুমিল্লার সদর উপজেলাধীন ১নং কালীর বাজার ইউনিয়নের হাতিগাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।


মামলার বিবরণে জানা যায়, গোয়াল ঘরের জায়গার সীমানা নিয়ে শানু বেগম ও দেলোয়ারদের পূর্ব শত্রুতা ছিল। ২০১৯ সালের ৫ নভেম্বর ভোরে জেলার আদর্শ সদরের হাতিগাড়া গ্রামের শানু বেগম (৫০) তেলের পিঠা বানানোর সময় প্রতিবেশী দেলোয়ার হোসেন রান্না ঘরে প্রবেশ করেন। এ সময় কারণ জানতে চাইলে দেলোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে বটি দিয়ে শানু বেগমকে কুপিয়ে হত্যা করেন। এরপর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়।


আরও পড়ুন: দলিল লেখক হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড


আহত শানু বেগমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৫ নভেম্বর নিহত শানু বেগমের স্বামী মো. ফরিদ (৬০) বাদী হয়ে প্রতিবেশী দেলোয়ার হোসেকে একমাত্র আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


পরে তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ মাহমুদুল হাসান রুবেল অভিযোগপত্র দাখিল করেন। এরপর রাষ্ট্রপক্ষের ১৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সেইসঙ্গে আরও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।


আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে মাদক ও অস্ত্র মামলায় ২ জনের কারাদণ্ড


এ রায়ে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট আদালতের পিপি অ্যাডভোকেট মো. ইউসুফ আলী বলেন, ‘আমরা আশা করছি উচ্চ আদালত এ রায় বহাল রেখে দ্রুত রায় কার্যকর করবেন।’


এ দিকে, আসামিপক্ষের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মো. মাসুদ সালাউদ্দিন বলেন, ‘এ রায়ে আসামিপক্ষ ক্ষুব্ধ। আসামিপক্ষ রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিল করবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন