চলতি ট্রেনের গার্ড, চালক, ও টিকিট চেকারদের বলা হয় রানিং স্টাফ। ব্রিটিশ আমল থেকে তাদের জরুরি স্টাফ বিবেচনায় অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য দেয়া হয় মাইলেজ, যার কারণে বাড়তি অর্থ পান ট্রেনের রানিং স্টাফরা।
কিন্তু ২০২২ সালের নিয়োগপ্রাপ্তদের এই সুবিধা তুলে নেয় সরকার। ফলে ৮ ঘণ্টার বেশি ডিউটি না করার ঘোষণা দিয়েছেন রানিং স্টাফরা। এতে ভেঙে পড়ছে ট্রেনের শিডিউল।
আরও পড়ুন: রেলের রানিং স্টাফদের কর্মবিরতি সাময়িক প্রত্যাহার
সোমবার (২ ডিসেম্বর) সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিটি ট্রেনই ছেড়েছে দুই আড়াই ঘণ্টা বিলম্বে। নতুন স্টাফদের সঙ্গে যোগ দিয়েছেন পুরাতনরাও৷ ফলে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। সারা দেশের রানিং স্টাফরা ৮ ঘণ্টার বেশি কাজ না করার ফলে ঢাকায় বিলম্বে প্রবেশ করছে ট্রেন।
]]>