সময় গড়িয়েছে অনেক, ওই হারের প্রায় এক যুগ হতে চলল। সেই দৃঃস্মৃতি কি এশিয়া কাপে লিটনদের তাড়া করবে? না, লিটনরা এশিয়া কাপের আগে নেগেটিভ মাইন্ডসেটই রাখছেন না। সাম্প্রতিক অতীত তাদের সাহস জোগাচ্ছে।
প্রথম ম্যাচকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘দেখেন, এই মুহূর্তে নেগেটিভ মাইন্ডসেট নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। সাম্প্রতিক অতীতে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। যথেষ্ট পরিমাণ প্রস্তুত। আমরা গেমে নামব ম্যাচ জেতার জন্য, এবং এই চিন্তা কখনও মাথায় আসবে না যে কার সঙ্গে খেলছি, প্রতিপক্ষ কে। সব সময় আমি যে কথাটা বললাম যে, আমাদের হান্ড্রেড পার্সেন্ট গেমটাই খেলতে হবে। যেকোনো টিমের সাথে নিজের বেস্ট ইফোর্টটাই দিতে হবে।’
আরও পড়ুন: আমিরাতকে পাত্তাই দিলো না ভারত, মাত্র ২৭ বলেই তুলে নিলো জয়
বাংলাদেশ প্রথম ম্যাচের সামনে দাঁড়িয়ে থাকলেও এশিয়া কাপের দুটি ম্যাচ হয়ে গেছে। দুই ম্যাচেই বড় ব্যবধানে ফল নিশ্চিত হয়েছে। আরব আমিরাতকে হারানো ভারতের নেট রানরেট প্রায় সাড়ে ১০। বাংলাদেশের গ্রুপে থাকা আফগানিস্তান উদ্বোধনী ম্যাচ জিতে নেট রানরেট তুলেছে ৪.৭০০-তে। ৪ দলের এই গ্রুপ থেকে ২টি দল পরের রাউন্ডে যাবে বিধায় নেট রানরেট গুরুত্বপূর্ণ।
নেট রানরেট বাড়িয়ে নিতে পারলে ভালো, স্বীকার করেছেন লিটন দাস। কিন্তু হংকংয়ের বিপক্ষে তাদের প্রথম চিন্তা ম্যাচ জেতা, কারণ তারা ভালো ক্রিকেট খেলেলে টাইগারদের বিপতে পড়তে হতে পারে। লিটন বলেন, ‘অবশ্যই বিগ মার্জিনে জিততে পারলে তো ভালো। যেটা আফগানিস্তান করেছে। তাদের জন্য এটা প্লাস পয়েন্ট। একই সময় আমাদের বুঝতে হবে যে আমরা নতুন গেম খেলব। যেকোনো টিমই একদিন খারাপ ক্রিকেট খেলতেই পারে, তারা যদি ভালো ক্রিকেট খেলে বসে সেক্ষেত্রে কিন্তু আমাদের বড় ব্যবধানে জেতাটাও কষ্ট হয়ে যাবে। আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেয়ার চেষ্টা করব। প্রথমত, ম্যাচ জেতার জেষ্টা করব।’