রানবন্যার ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

৩ সপ্তাহ আগে
বৃষ্টির কারণে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলা হয়নি। রোববার (১৫ জুন) সিরিজের শেষ ম্যাচে হয়নি বৃষ্টি, তবে হয়েছে রানের বন্যা। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২৫৬ রানের বিশাল পুঁজি পায় সফরকারীরা। যা টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বোচ্চ রান। জবাবে ১৯৪ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। তাতে ৬২ রানের জয়ে সিরিজ নিজেদের করে নেয় ক্যারিবীয়রা।

আয়ারল্যান্ডের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজ খেলতেই দেশটিতে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে বৃষ্টির কারণে হয়নি সিরিজের প্রথম দুই ম্যাচ। তৃতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। দলের হয়ে ইভিন লুইস ৪১ বলে ৭টি চার আর ৮টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৯১ রান করেন। ২৭ বলে ৫১ রান করেন অধিনায়ক শাই হোপ।


এছাড়াও ২২ বলে ৪টি চার আর সমান ছক্কায় ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন কেসি কার্টি। আর শেষ দিকে ৬ বলে ১৯ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন রোমারিও শেফার্ড। আয়ারল্যান্ডের হয়ে ৪ ওভার বোলিং করে মাত্র ১৬ রানে ২ উইকেট নিয়েছেন ম্যাথু হামফ্রেস।


আরও পড়ুন: পাকিস্তান ক্রিকেটের অব্যবস্থাপনা নিয়ে মুখ খুললেন বাবরদের সাবেক কোচ 


ওয়েস্ট ইন্ডিজের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পরে স্বাগতিক আয়ারল্যান্ড। তবে দ্বিতীয় উইকেটেই ১০১ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থায় নিয়ে যান রস অ্যাডায়ার এবং হ্যারি টেক্টর। তবে টেক্টর ৩৮ রানের আউট হওয়ার পর ম্যাচ থেকে ছিটকে পড়ে আয়ারল্যান্ড। দলীয় সর্বোচ্চ রান আসে অ্যাডায়ারের ব্যাট থেকে। ৩৬ বলে ৪৮ রান করেন তিনি।


শেষ দিকে মার্ক অ্যাডায়ার ১৪ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন। তবে তাতে শুধু হারের ব্যবধান কমেছে। ২০ ওভারে ৭ উইকেটে ১৯৪ রান পর্যন্ত করতে পারে আইরিশরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৭ রানে ৩ উইকেট পেয়েছেন আকেল হোসেন।  

]]>
সম্পূর্ণ পড়ুন